19-11-2021, 01:16 PM
(19-11-2021, 10:15 AM)Bichitravirya Wrote: ওই লেখকের গল্প আমাকে মোটেও লেখক বানায়নি । আমি আগেও লিখতাম কিন্তু সমাপ্ত করতাম না... বা বলা যায় এক পৃষ্ঠার বেশি লিখতাম না। ওই লেখকের সাথে কথা বলার ইচ্ছা ছিল.... ভেবেছিলাম এক নগন্য পাঠকের সাথে কথা নাও বলতে পারে... তাই একটা লেখা ( প্রতিশোধ) সম্পূর্ণ করেছি.... যদি লেখকের সাথে কথা বলেন ... এই আশায়। কিন্তু সব মাটি হয়ে গেল
❤❤❤
একজন মানুষ হিসেবে আশাহত না হওয়াই ভালো দাদা। আপনি যে কারণেই এসে থাকুন না কেন এই সাইটে এখানে আসার কারণে যে আমরা এমন মিষ্টি ভালোবাসার কাহিনী পড়তে পারছি সেজন্য সামান্য ধন্যবাদ দিয়ে ছোট করলাম (না দেওয়াই উচিত কিন্তু এর চেয়ে উপরের কোনো শব্দ জানা নেই আমার)
আপনি যেমনই লিখে থাকুন না কেন এটা নিশ্চিত যে মূলধারার পাঠকের বেশ বড় একটা অংশ এই গল্পের সাইটে যাতায়াত আছে।
এই মিষ্টি প্রেমের উপন্যাস সমাপ্তির পর পাঠকদ্বয়ের একটা আকাংখা থাকবে যে এই লেখকের আরো নতুন কি গল্প সামনে আসে সেটা দেখার। অতএব আপনি নির্দ্বিধায় শুরু করতে পারেন নতুন আরো উপন্যাস।
মনে রাখবেন যে উত্তম কুমার কিন্তু শুধুমাত্র একজন রোমান্টিক নায়কই ছিলেন না, চরিত্রে অভিনয়েও দক্ষ যার প্রমান তিনি রেখেছেন সন্ন্যাসী রাজা, শেষ অংক, অমানুষ, হিন্দি চলচিত্র Desh Premee ইত্যাদিতে।