19-11-2021, 11:15 AM
(This post was last modified: 19-11-2021, 11:16 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-11-2021, 11:00 AM)Sanjay Sen Wrote: আপডেট নিয়ে নতুন করে কিছু বলার নেই, সব দিক দিয়ে পারফেক্ট।
তবে আমি একটা কথা বরাবর বলে এসেছি তোমার গল্পের ইউএসপি হলো কন্টিনিউটি এবং চরিত্র আর স্থানের যথাযথ বর্ণনা। ঠিক যেন মনে হয় চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছি।
সূত্র ধরেই বলি এযাবৎকাল চারিত্রিক যত বর্ণনা দিয়েছো তার মধ্যে বালেশ্বর ঝাঁ নামটা এবং তার গঠনগত বর্ণনা একঘর হয়েছে।
তোমার পজেটিভ কিংবা নেগেটিভ মন্তব্য বরাবর আমাকে অনুপ্রেরণা যোগায়। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। I'm overwhelmed ..
সঙ্গে থাকো .. পড়তে থাকো ..