17-11-2021, 03:02 PM
(17-11-2021, 02:26 PM)ddey333 Wrote: দাদা আজ কাঁদিয়ে ছাড়লো সবাইকে।
কাঁদিয়েছেন এবং বুঝিয়েও ছেন মনের ভালোলাগা দমন করতে নেই। চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হয়, "আমি তোমাকে ভালোবাসি"! ভালোবাসার মাঝখানে কোন কিছুই বাধা হতে পারে না। তুচ্ছ সব জাতপাত ধর্ম বর্ণ। শেষে আফসোস করার চেয়ে হেসে জীবন পার করে দেওয়া অনেক ভালো।