17-11-2021, 01:05 AM
(16-11-2021, 11:26 PM)ddey333 Wrote: প্রায় এক বছরের বেশি হয়ে গেছে , কি জানি কি মাথায় ভূত চেপেছিল একদিন এই থ্রেড খুলেছিলাম , আমার প্রথম ...
কে তখন জানতো যে একদিন কত বিশাল বিশাল মহারথী আর নতুন যুগের লেখকেরা এসে এখানে আড্ডা মারবে আর তাদের লেখা পাঠাবে ... ধন্যবাদ দিয়ে ছোট করবো না , ভালোবাসা রইলো সবার জন্য ..
এই লেখার অর্থ কি? তুমিও কি কাটার মতলব করছো নাকি দাদা?
আমি বুঝছি যে তোমার মতো মানুষের এতো চেষ্টা করে সংগ্রহ করা গল্পের মূল্য বেশিরভাগ মানুষ দিচ্ছেনা, অনেকেই ফ্রিতে পড়ে কেটে পড়ে. এসব সংগ্রহ করা হাতের মোয়া নয় সেটা আমি বুঝি. আর সেই চেষ্টার দাম না পেলে কেমন লাগে সেটাও বুঝি.
তাহলে একবার ভাবতো.... এতো কষ্ট করে আমি মাথা খাটিয়ে নন-ইরোটিক গুলো লিখি.... তোমরা কয়েকজন বাদে আর কজন মন্তব্য করে? তাও কি আমি থেমে গেছি? কেন সময় দিয়ে নতুন আইডিয়া ভাবি?
তুমিই না আমায় বলেছিলে আমি ছোট গল্পের স্পেশালিস্ট? আমিও যদি এটা ভাবতাম ধুর দু চারজন ছাড়া কেউ মন্তব্য করেনা তাহলে কেন লিখবো তাহলে সময় নষ্ট করে? তাহলে বুম্বাদা, বিচিত্র, তুমি, জুপিটার দা, সঞ্জয় বাবু এই নতুন গপ্পো গুলো পেতে? ফান্টু বাবু, পিনুদা বৌর্সেস দাও আর আসেনা.... কত চেনা পাঠক কমে গেছে আমার... তাও তো লিখছি. তোমাদের কজনের জন্যই. তাই বলছি তুমি ছেড়ে যাবার কথা ভেবোনা. দরকার হলে সময় নাও..... শুধু পাঠক হয়ে কিছুদিন থাকো... কিন্তু বিদায় জানিনা যেন ❤