16-11-2021, 06:37 PM
ভিজতে ভিজতে বাড়ি পৌছালাম সেদিন। জামাটা খুলে রেখে দিলাম। জামাটা ধুতে একদম ইচ্ছে করছিল না। সারা জামায় তিতলির শরীরের মিষ্টি গন্ধে মম করছিল। বারেবারে মনে হচ্ছিল আমার চেয়ে আমার জামা কত বেশি ভাগ্যবান। জামার ওপরে তিতলির গাল, তিতলির হাতের ছোঁয়া, তিতলির শরীরের কোমল পরশ, তিতলির গায়ের গন্ধ সব কিছুই মাখামাখি।