16-11-2021, 05:52 PM
(16-11-2021, 05:06 PM)ddey333 Wrote: হয়তো একটু কঠোর কথা বলে ফেলেছি ... কিন্তু মন খারাপ করার কিছু নেই
আসলে গত দশ বারো বছর ধরে পিনুরাম , রৌনক , ত্রম্বক এইসব জাদরেল লোকেদের প্রেমের গল্প পড়ে পড়ে আমার মতো পাঠকদের চাহিদা হয়তো একটু আকাশ ছোয়া হয়ে গেছে ....
ওই ওই লোকটার নাম আর নেবেন না.... একদম নেবেন না.... আজকাল ওনার নাম শুনলেই রেগে যাচ্ছি ...
মোটেও আকাশ ছোঁয়া কিছু চান নি...
(16-11-2021, 05:11 PM)ddey333 Wrote: মন দিলে আর মন নিলে
আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী।
দু চোখে আমার অশ্রু তোমার, আমার যত সুখ সবই তো তোমার।
জীবনে তোমার হাসি টুকু রেখে, কান্না যা কিছু ছিল সবই তো নিলাম।
সেদিন থেকে, যেদিন তুমি, মন দিলে আর মন নিলে।।
(16-11-2021, 05:20 PM)ddey333 Wrote: বাইক ছুটিয়ে দিলাম, আমার জন্য ওকে যেন কারুর কাছে বকা না খেতে হয়। পিঠের ওপরে সারা ভার দিয়ে বাকিটা রাস্তা চুপটি করে বসেছিল তিতলি। ওর হৃদপিণ্ডের মৃদু কম্পন পিঠের ওপরে অনুভব করতে পেরেছিলাম। ধুকধুক ধুকধুক করে কাঁপছে ওর বুকের ভেতরটা। সাতগাছি পার হতেই ওর ভার আমার পিঠের ওপরে বেড়ে গেল, কেন জানি না মনে হল যেন আমাকে ছাড়তে চাইছে না। হুহু করে উঠল আমার বুকের ভেতরটা। বড় জোর আর পাঁচ মিনিট তারপরেই চলে যাবে। কাজিপাড়া মোড় আসতেই আবার সোজা হয়ে বসে গেল তিতলি। আগের দিনের মতন রাস্তার ওপরেই ওকে নামিয়ে দিলাম।
ব্যাগ বুকের কাছে ধরে বাইক থেকে নেমে আমার অদুরে দাঁড়িয়ে রইল। ল্যাম্পপোস্টের হলদে আলোয় বুঝতে পারলাম, সারা চেহারা এক রক্তিম আভায় উদ্ভাসিত হয়ে গেছে ওর। ভীষণ ইচ্ছে করছিল ওকে উড়িয়ে নিয়ে চলে যেতে। জানি না কেন, থেমে গেলাম। আমি হয়ত একটু ভিতু।
Intense .... example ....
ও হরি.... এরকম বর্ণনা তো পুরো ষষ্ঠ পর্ব জুড়ে আছে
এটি ওই বিখ্যাত লোকটার বিখ্যাত গল্প সুপ্তির সন্ধানের একটা অংশ
❤❤❤