16-11-2021, 12:22 PM
(16-11-2021, 12:05 PM)Baban Wrote: আমি সেই শুরুর পর্ব থেকেই বলে এসেছি গল্পের নায়ক নায়িকার থেকেও আকাশের বাবার চরিত্র আমার বেশি নজর কেড়েছে. সেটা এখনো বর্তমান. আমার কাছে he is the hero of the story. আমি জানিনা এই চরিত্র আগে গিয়ে কি করবে.. তবে যাই করুক এই লোকটার চরিত্র আমার কাছে শ্রেষ্ঠ. কারণ এই মানুষটার ভেতরের রহস্য, স্বভাব, সম্পূর্ণ পার্সোনালিটি দুর্দান্ত. যেন বাংলা সিনেমার সেরা অভিনেতাদের একজন সেই রঞ্জিত মল্লিক.
বাকি বুম্বা দা আর সঞ্জয় বাবু বলেই দিয়েছেন. আমিও অনেকটা একমত. এই রাগ যে লেভেলে প্রকাশ পাচ্ছে সেটা সাংঘাতিক হয়ে উঠছে. অজান্তে রাগের মাথায় তো অনেক বড়ো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে সূচি. নিজের ওপর নিয়ন্ত্রণ যে ভাবে হারিয়ে ফেলছে.. অবশ্য তুমি সেইভাবেই লিখছো চরিত্রটা. কিন্তু ঐযে আমি আগেই বলেছি... এটা আমার কাছে প্রথম একটা রোমান্টিক গল্প যার নায়ক নায়িকার থেকেও পার্শ চরিত্রগুলি আমার কাছে সেরা মনে হচ্ছে.
ছেলে বড়ো হয়েছে, অনেক কিছু বুঝতে শিখছে সেই ছোট্ট আকাশ আজ ম্যাচুরড ম্যান হয়ে উঠছে.... বাবার ঠোঁটে হয়তো সেই জন্যেই....
অনেক আগে দেখা একটা ওপার বাংলার ছবি আক্রোশ এর কথা মনে পড়লো। ভিক্টর বন্দোপাধ্যায় এবং প্রসেনজিৎ অভিনীত সেই ছবিতে রণজিৎ মল্লিকের দৃঢ় ইস্পাততুল্য কঠিন অভিনয় দেখে মনে হয়েছিল যে এমন একজন মানুষ এবং বাবাই সমাজে দরকার সমাজটাকে সঠিক পথে রাখার জন্যে।
এখানে আকাশের বাবার আজকের পর্বের ভূমিকা দেখে কেমন যেন সেই আক্রোশ ছবির রণজিৎ মল্লিকের কথাটা মনে পরে গেলো!