16-11-2021, 10:50 AM
(16-11-2021, 09:36 AM)Bumba_1 Wrote: লাবনী আকাশের প্রেমে পড়েছে এবং নিজের খেলা খেলতে শুরু করে দিয়েছে। গৌরবও নাছোড়বান্দা সুচিত্রার প্রতি। কলেজ লাইফের প্রেম কতকটা এরকমই হয় .. সেটা ভালোভাবে ফুটিয়ে তুলেছো। তবে আগের পর্বটি আমার অনেক বেশি ভালো লেগেছিল কারণ সেই পর্বে অনেকগুলো চমক ছিলো বলা ভালো অনেকগুলো দিক খুলে গিয়েছিল।
এক্ষেত্রে অনেক বড় আপডেট দিয়েছো .. অনেক কিছু লিখেছো। কিন্তু সেই অর্থে এই পর্বের শেষে সেই থর-বরি-খাড়া আর খাড়া বরি থর .. অর্থাৎ সুচিত্রা আকাশকে আবার অশ্রাব্য গালিগালাজ করে বেধড়ক পেটালো।
sorry to say ওদের আবাসনের জনৈক ব্যক্তির মতো আমিও মনে করি সুচিত্রা একজন মানসিক রোগী। একজন মানুষ আরেকজন মানুষকে ভালবাসতেই পারে। কিন্তু তাই বলে তার প্রেমিকের প্রতি কথায় কথায় অশ্রাব্য গালিগালাজ এবং সুযোগ পেলেই পিটিয়ে দেওয়া .. এটা এবার অসহ্য এবং একঘেঁয়ে হয়ে উঠেছে। তুমি যেহেতু লেখক এবং সুচিত্রা যেহেতু তোমার সৃষ্টি আমি অনুরোধ করবো এইবার একটু লাগাম পড়াও সুচিত্রার চরিত্রের উপর। না হলে বিয়ের পর ওরা কেউই সুখী হবে না।
সমালোচনা WooW আপনারা দুজনেই সমালোচনা করলেন তাই এক জায়গায় রিপ্লাই দিচ্ছি.... সমালোচনা খুব ভালো জিনিস
আপনি আপনার অপছন্দ বা ভালো না লাগার কথা বলেছেন। আমিও আপনার সাথে সহমত। ওই একটা কথা ( মানসিক রোগগ্রস্ত) শোনার জন্যেই এতো কিছুর আয়োজন। আর সুচি আকাশকে না মারলে এই পরিস্থিতি কখনো তৈরি হতো না। তাই এতো কিছুর আয়োজন। হ্যাঁ এবার সুচিকে লাগাম পড়াতে হবে.... না হলে সব ভেসে যাবে
(16-11-2021, 10:02 AM)Sanjay Sen Wrote: আমি বুম্বার সঙ্গে সম্পূর্ণ একমত। শুধু একটা জিনিস যোগ করতে চাই প্রেমিকা বা স্ত্রীকে অন্ধের মতো ভালোবাসা খারাপ কিছু নয় কিন্তু তাই বলে কয়েক বছরের বয়সে বড় প্রেমিকার কাছ থেকে প্রতিনিয়ত ক্যালানি খেয়ে কোনো প্রতিবাদ না করা এবং সর্বোপরি সেই কথা ভেবে রাতে শুয়ে আকাশের দাঁত ক্যালানো এটা তার চরিত্রকে অনেকটা নিচের দিকে নামিয়ে দিয়েছে। মনে হচ্ছে আকাশ মেরুদণ্ডহীন এক পুরুষ।
এই কমেন্টটা কে spoiler হিসেবে নিও না। তোমার লেখা খুবই ভালো হচ্ছে। শুধু সুচির character এ একটু নমনীয়তা আনো, তাহলে দেখবে আরো ভালো হবে।
সমালোচনা করার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না.... শুধু বলবো এইভাবেই সমালোচনা করে পাশে থাকবেন
আকাশ কিন্তু প্রথম চড় খেয়েই প্রতিবাদ করে সুচির হাত ধরেছিল .... হয়তো আকাশও সুচিকে মারতো কিন্তু তার আগেই ওই ভালোবাসার কথাটা শুনলো.... দাঁত কেলানোর কারন কিন্তু মার নয় ওই ভালোবাসার কথাটা। আকাশের সাথে আরও একজন হাসছে। দেখেছেন !
হ্যাঁ সত্যি এবার সুচির চরিত্রে নমনীয়তা আনবো.... তার জন্যেই তো এত কিছু.....
মন খুলে সমালোচনা করার জন্য দুজনকেই রেপু দিলাম.... ভালবাসার রেপু
❤❤❤