15-11-2021, 12:15 PM
(15-11-2021, 10:29 AM)a-man Wrote: পৃথিবীটা আসলে কোন লিঙ্গ হতে পারে দাদা? ইংরেজিতে দেখবেন বলে mother Earth (ভারতেও বলে "ধার্তিমাতা"), আবার নামের ক্ষেত্রে দেখবেন ভারতে বিশেষ করে নামটা পুংলিঙ্গ হিসেবেই ব্যবহৃত হয় যেমন Prithviraj kapoor
সাহিত্য,ভাষা এবং সংস্কৃতির দৃষ্টিকোণ দিয়ে মানুষ প্রকৃতির সমস্ত বস্তুকেই একটা লিঙ্গের রূপ দিয়েছে। যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে জড়বস্তুর লিঙ্গভেদ হয়না। সেক্ষেত্রে পৃথিবীর কোন লিঙ্গ হবে না। পৃথিবী একটা গ্রহ যার মধ্যে প্রাণ আছে। লিঙ্গ তো জীবের বিবর্তনের অঙ্গ মাত্র। পৃথ্বীরাজ মানে যিনি পৃথিবীর রাজা। রাজা স্বভাবতই পুংলিঙ্গ।