15-11-2021, 10:29 AM
(14-11-2021, 08:50 PM)Jupiter10 Wrote: হ্যাঁ, খুঁটে খুঁটে গল্প পড়া আমার স্বভাব। উপর উপর পড়ে ভালো হয়েছে, সুন্দর হয়েছে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় রইলাম বলার চাইতে গল্প পড়ে মনে জাগা প্রশ্ন গুলো করে ফেলায় ভালো বলে আমি মনে করি।
এখানে চাঁদ পুং লিঙ্গ। চাঁদের আলো স্ত্রী লিঙ্গ। * মতে সূর্য (দেবতা) পুরুষ। কিন্তু সূর্যের আলো (ছটা) স্ত্রী লিঙ্গ। প্রসঙ্গত সূর্যের আলোকে (ছট পুজো) করেন ভারতীয় হিন্দি ভাষী মানুষেরা।
পৃথিবীটা আসলে কোন লিঙ্গ হতে পারে দাদা? ইংরেজিতে দেখবেন বলে mother Earth (ভারতেও বলে "ধার্তিমাতা"), আবার নামের ক্ষেত্রে দেখবেন ভারতে বিশেষ করে নামটা পুংলিঙ্গ হিসেবেই ব্যবহৃত হয় যেমন Prithviraj kapoor