15-11-2021, 10:23 AM
(14-11-2021, 07:47 PM)Jupiter10 Wrote: গল্পটা পড়লাম। বাবান দার গল্পের মুখ্য আকর্ষণ হল প্লট এবং উপস্থাপনা। আর এই গল্পের মধেও তার ব্যাতিক্রম হয়নি। গল্পের প্লট অসাধারণ। আর বরাবরের মতো গল্প যেভাবে লেখা হয় তা পুরো না পড়া অবধি মনের খিদে মিটবে না। একবার পড়া আরম্ভ করে দিলে শেষ অবধি সেই গল্প পাঠককে বসিয়ে রাখে। পাঠককে ভাবায়।
গল্প পড়বার সময় আমি মায়ার রক্ত মাখা অনাবৃত শরীর,ওর চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল এবং ঠোঁটের স্পন্দন আর অভিজিৎ এর অসহায়, নির্বিকার হতাশ ক্রন্দন অনুভব করেছিলাম।
গল্প শেষে কিছু প্রশ্ন রেখে যায়।
১। গল্পের সময় কাল, সকাল, সন্ধ্যা না রাত?
২। মায়া অশরীরী হলে ছুরি দিয়ে অপরাধী দের মারতে গেলো কেন?
৩। অভিজিৎ যদি অপরাধী দের ওইভাবে মারত তাহলে কেমন হতো?
লেখকের কৃতিত্ব এটাই যে লেখার মাধ্যমে পাঠকের মনে তার ছাপ ফেলে দিতে পেরেছে। এমন অবাস্তব কিছুও সে এমনভাবে লিখেছে যে মনে হয়েছে এসব তো আসলে হতেই পারে!