14-11-2021, 08:21 PM
(14-11-2021, 06:53 PM)Baban Wrote: অবশ্যই..... নানা মানুষ, নানা মত. প্রত্যেকের নিজ মতামত দেবার অধিকার আছে. প্রত্যেকের সিদ্ধান্ত চিন্তাধারা তার কাছে আপন. কিন্তু সেই মত এর বিরোধিতা কেউ করলেও সেই মত এর মূল্য তার কাছে একই থাকে নাকি পাল্টায় সেটা তার ওপর. আমি এখানে কারোর মত পরিবর্তন করতে গল্প লিখিনা, কেউই হয়তো লেখেনা.... ঐযে বললাম. লেখকের গল্প পাঠক কিভাবে নেবে সেটা তার ওপর. যাইহোক..... সকলকে ধন্যবাদ.এই গল্পটি সবার পছন্দ হয়েছে.
এখানেই কয়েকটা গল্প আছে যেগুলোর বিরোধিতা অনেকে করেছে.... যোনীগন্ধা দির এযুগের রামায়ণ উল্লেখযোগ্য....
আপনার মতামত একজন সুস্থ মস্তিষ্কের মতামত.... আমারটাই একটু অসুস্থ বা বিকৃত বলা যায়... এই যে আমি সেক্স কে খারাপ চোখে দেখি.... দেখাটা উচিত কি অনুচিত সেটা জানি না... আমি যেভাবে দেখতে শিখেছি... তেমনই দেখছি.... কি আর করা যাবে!
❤❤❤