14-11-2021, 08:03 PM
(14-11-2021, 07:47 PM)Jupiter10 Wrote: গল্পটা পড়লাম। বাবান দার গল্পের মুখ্য আকর্ষণ হল প্লট এবং উপস্থাপনা। আর এই গল্পের মধেও তার ব্যাতিক্রম হয়নি। গল্পের প্লট অসাধারণ। আর বরাবরের মতো গল্প যেভাবে লেখা হয় তা পুরো না পড়া অবধি মনের খিদে মিটবে না। একবার পড়া আরম্ভ করে দিলে শেষ অবধি সেই গল্প পাঠককে বসিয়ে রাখে। পাঠককে ভাবায়।
গল্প পড়বার সময় আমি মায়ার রক্ত মাখা অনাবৃত শরীর,ওর চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল এবং ঠোঁটের স্পন্দন আর অভিজিৎ এর অসহায়, নির্বিকার হতাশ ক্রন্দন অনুভব করেছিলাম।
গল্প শেষে কিছু প্রশ্ন রেখে যায়।
১। গল্পের সময় কাল, সকাল, সন্ধ্যা না রাত?
২। মায়া অশরীরী হলে ছুরি দিয়ে অপরাধী দের মারতে গেলো কেন?
৩। অভিজিৎ যদি অপরাধী দের ওইভাবে মারত তাহলে কেমন হতো?
প্রথমত অনেক ধন্যবাদ জুপিটার দা.❤
আপনার এতো ভালো লেগেছে আমার গল্পটি জেনে সত্যিই ভালো লাগছে. আপনার কমেন্ট সত্যই দারুন.
এবারে আসি প্রশ্নের উত্তরে -
১- রাতের সময়. উল্লেখই করেছি সকালের আকাশে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে কে আর চাঁদের উল্লেখ
২- মায়া একা নিজে যে বদলা নিয়েছে কে বললো? আরেকবার পড়ে দেখুন দাদা.....
৩- এটার উত্তরেও বলবো আরেকবার পড়ে দেখুন..বুঝে যাবেন দাদা ❤
সেই আমার লেখা আদর গল্পের কথা মনে পড়ে গেলো. আবারো আপনার প্রশ্ন পেয়ে সত্যিই ভালো লাগলো. কারণ সত্যিই আপনি অনুভব করেছেন গল্পটা. ধন্যবাদ