14-11-2021, 06:37 PM
(14-11-2021, 06:15 PM)Baban Wrote: ধন্যবাদ.. উপমা গুলো তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম. ❤
আর মোটেও সেই উদ্দেশ্যে এই গল্প লিখিনি. তোমার ওই মতের কথা মাথাতেও ছিলোনা আমার যখন গল্পটা মাথায় আসে. এরপর লিখতে গিয়ে ভেবেছিলাম তোমার হয়তো মায়ার এই মত পড়ে ভালো নাও লাগতে পারে. তাসেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার. গল্পটা ও তার মধ্যেকার বলা কথা সব আমার. দুজনের মত যে মিলতেই হবে কে বলেছে? গল্প পড়ার জন্য পড়বে নাকি তার মধ্যে বলা কথা মানবে সেটা পাঠকদের নিজের ইচ্ছা.
বুম্বাদার আমার এই গল্পটার কোনো একটা জায়গা স্পর্শ করে গেছে তাই তার মনে চিরকালের জন্য থেকে যাবে এই গল্পটা. এটাই তো সবচেয়ে বড়ো সাফল্য আমার ❤
ওসব ছাড়ুন তো মশাই.... আমি রবীন্দ্রনাথ এমনকি শরৎচন্দ্রের লেখা বা মতের বিরুদ্ধেও কথা বলেছি.... শুধু তাই নয় --- জীবিত অবস্থায় বঙ্কিমচন্দ্রের চিন্তা ভাবনার তীব্র বিরোধিতা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর.... এটা হবেই আর এটাই স্বাভাবিক ....
বুম্বাদার মন কেন ছুয়েছে সেটা আমি বুঝতে পেরেছি.... কিন্তু এই নিয়ে কোন কথা বলা উচিত নয়... কারন উনি চান না
❤❤❤