14-11-2021, 04:11 PM
(14-11-2021, 03:54 PM)a-man Wrote: "আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এই চোখে চেয়ে থেকেছি"
হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই কালজয়ী গানটার কথা কেন যেন মনে পড়তে লাগলো বারেবারে। তাদের দুজনের ভালোবাসাও কালজয়ী যা না থেকেও সবই আছে সেই লায়লা মজনু, শিরিন ফরহাদ, দেবদাস পার্বতীর মতো।
কিছু প্রেম পূর্ণতা পায়, আবার কিছু পায়না, আবার কিছু প্রেম পূর্ণতা পেয়েও তার সম্মান মর্যাদা বজায় রাখতে পারেনা... এবারে কে অসফল আর সফল নিজেই বুঝে নিন. ধন্যবাদ ❤
(14-11-2021, 03:54 PM)cuck son Wrote: এতো ভালোবাসাবাসি দেখলে আমার দম বন্ধ লাগে এটা আগেও বলেছি , আবারো বলছি। যাই হোক এই গল্পটা পড়ার সময় একটা চন্দ্রগীতি মনে পরলো , এই চন্দ্রগীতি জিনিসটা এই পৃথিবীতে অনেক বছর পর পপুলার হবে , এখন এই বিষয়ে কেউ জানে না । ভবিষ্যৎ থেকে একটি চলে এসেছে আমাদের সময়ে। এক লোক এর মাথায় "কেমিক্যাল লোচা" হয়েছিলো তখন তিনি এই সঙ্গিত শুনতে পেয়েছিলেন ।
চন্দ্রগীতি
তুমি যা কর তাই আমার ভাল লাগে।
তুমি প্রচণ্ড ঘৃণা নিয়ে যখন তাকাও
তখন সেই ঘৃণাটাকেই মধুর মনে হয়।
এ আমার কেমন অসুখ হলো?
হে চন্দ্র! তুমি তো সব অসুখ সারিয়ে দাও,
দয়া করে এই অসুখটা সারিও না।
এই অসুখেই যেন আমার মৃত্যু হয়!!
হুমায়ূন আহমেদে
যদিও গল্পের সাথে তেমন মিল নেই তবে এই সঙ্গীতেও ভালবাসাবাসি আছে , দম বন্ধ করা ভালবাসাবাসি ।
ভালোবাসা কারোর কাছে বেকার, কারো কাছে ফিল্মি, কারো কাছে টাইম পাস আবার কারো কাছে সবকিছু. এবারে যে যেভাবে সেটা পেতে চায় তার ব্যাপার. উপরের লেখাগুলোর মর্যাদা সকলে বুঝবেনা.... যাইহোক ধন্যবাদ ❤