14-11-2021, 03:54 PM
এতো ভালোবাসাবাসি দেখলে আমার দম বন্ধ লাগে এটা আগেও বলেছি , আবারো বলছি। যাই হোক এই গল্পটা পড়ার সময় একটা চন্দ্রগীতি মনে পরলো , এই চন্দ্রগীতি জিনিসটা এই পৃথিবীতে অনেক বছর পর পপুলার হবে , এখন এই বিষয়ে কেউ জানে না । ভবিষ্যৎ থেকে একটি চলে এসেছে আমাদের সময়ে। এক লোক এর মাথায় "কেমিক্যাল লোচা" হয়েছিলো তখন তিনি এই সঙ্গিত শুনতে পেয়েছিলেন ।
চন্দ্রগীতি
তুমি যা কর তাই আমার ভাল লাগে।
তুমি প্রচণ্ড ঘৃণা নিয়ে যখন তাকাও
তখন সেই ঘৃণাটাকেই মধুর মনে হয়।
এ আমার কেমন অসুখ হলো?
হে চন্দ্র! তুমি তো সব অসুখ সারিয়ে দাও,
দয়া করে এই অসুখটা সারিও না।
এই অসুখেই যেন আমার মৃত্যু হয়!!
হুমায়ূন আহমেদে
যদিও গল্পের সাথে তেমন মিল নেই তবে এই সঙ্গীতেও ভালবাসাবাসি আছে , দম বন্ধ করা ভালবাসাবাসি ।
চন্দ্রগীতি
তুমি যা কর তাই আমার ভাল লাগে।
তুমি প্রচণ্ড ঘৃণা নিয়ে যখন তাকাও
তখন সেই ঘৃণাটাকেই মধুর মনে হয়।
এ আমার কেমন অসুখ হলো?
হে চন্দ্র! তুমি তো সব অসুখ সারিয়ে দাও,
দয়া করে এই অসুখটা সারিও না।
এই অসুখেই যেন আমার মৃত্যু হয়!!
হুমায়ূন আহমেদে
যদিও গল্পের সাথে তেমন মিল নেই তবে এই সঙ্গীতেও ভালবাসাবাসি আছে , দম বন্ধ করা ভালবাসাবাসি ।