13-11-2021, 03:21 PM
বসন্তের নাড়ু...!! (Sweet drop of Spring)
গ্রামের ছেলে আমি । ছোট থেকেই বন বাদাড়ে ঘুরে বেরিয়েছি । মাছ ধরা, পাখি শিকার করা, অন্যের গাছের ফল চুরি করা - সবই ছিলো নখদর্পণে । তারই মাঝে প্রাইমারীর পড়াশুনার পাঠ চুকে গেছে । ভাবলাম, এইবার রেহাই পেলাম ! কারণ আমাদের গ্রামে কোন হাইকলেজ নেই । দু'গ্রাম পরে আছে একটা, তবে সেটা অনেক দূর । যাওয়ার কোন সহজ পদ্ধতি নেই । ওখানে গিয়ে পড়তে হলে পুরো দিনই পার হয়ে যাবে যাওয়া আসায় । আমি মহা খুশি । পুরোদমে বাদঁড়ামোতে মন দিলাম । কিন্তু এ সুখ কপালে বেশীদিন সয়বার ছিল না ! বাবা ঠিক করলেন দু'গ্রাম পরের ঐ কলেজেই আমাকে পড়াবেন । ওখানে কলেজের পাশেই বাবার এক দুঃসম্পর্কের ভাগনে থাকে । ভাগনে শহরে কাজ করে । বাড়িতে তার বৌ, বুড়ো মা আর গোটা দু'য়েক চাকর চাকরনী । শুনে মনটাই খারাপ হয়ে গেল । বাবার এই ভাগনে থাকার জন্যে আর জায়গা পেল না ! যাক, কপালের লিখন খন্ডাবে কে ! সপ্তাহখানেকের মাঝেই আমার যাওয়া ঠিক হয়ে গেল । যাওয়ার দিন কান্নাকাটি শুরু করে দিলাম পাছে বাবার মন যদি একটু গলে ! কিন্তু কিছুতেই কিছু হল না ! আমাকে নিয়ে ঠিকই রওনা হয়ে গেলেন সকালেই । পুরো সকাল হাটার পর সড়কে উঠে একটা ভ্যানে উঠলাম । দুপুরে ক্রান্তিলগ্নে পৌছে গেলাম বাবার ভাগনের বাড়ি ।
গ্রামের ছেলে আমি । ছোট থেকেই বন বাদাড়ে ঘুরে বেরিয়েছি । মাছ ধরা, পাখি শিকার করা, অন্যের গাছের ফল চুরি করা - সবই ছিলো নখদর্পণে । তারই মাঝে প্রাইমারীর পড়াশুনার পাঠ চুকে গেছে । ভাবলাম, এইবার রেহাই পেলাম ! কারণ আমাদের গ্রামে কোন হাইকলেজ নেই । দু'গ্রাম পরে আছে একটা, তবে সেটা অনেক দূর । যাওয়ার কোন সহজ পদ্ধতি নেই । ওখানে গিয়ে পড়তে হলে পুরো দিনই পার হয়ে যাবে যাওয়া আসায় । আমি মহা খুশি । পুরোদমে বাদঁড়ামোতে মন দিলাম । কিন্তু এ সুখ কপালে বেশীদিন সয়বার ছিল না ! বাবা ঠিক করলেন দু'গ্রাম পরের ঐ কলেজেই আমাকে পড়াবেন । ওখানে কলেজের পাশেই বাবার এক দুঃসম্পর্কের ভাগনে থাকে । ভাগনে শহরে কাজ করে । বাড়িতে তার বৌ, বুড়ো মা আর গোটা দু'য়েক চাকর চাকরনী । শুনে মনটাই খারাপ হয়ে গেল । বাবার এই ভাগনে থাকার জন্যে আর জায়গা পেল না ! যাক, কপালের লিখন খন্ডাবে কে ! সপ্তাহখানেকের মাঝেই আমার যাওয়া ঠিক হয়ে গেল । যাওয়ার দিন কান্নাকাটি শুরু করে দিলাম পাছে বাবার মন যদি একটু গলে ! কিন্তু কিছুতেই কিছু হল না ! আমাকে নিয়ে ঠিকই রওনা হয়ে গেলেন সকালেই । পুরো সকাল হাটার পর সড়কে উঠে একটা ভ্যানে উঠলাম । দুপুরে ক্রান্তিলগ্নে পৌছে গেলাম বাবার ভাগনের বাড়ি ।