13-11-2021, 10:11 AM
## ৩৯ ##
পরকীয়া প্রেমের (Adultery) ইতিহাস এবং মানবসমাজের ইতিহাস বোধহয় সমবয়স্কই হবে। ভারতবর্ষের রামায়ণ-মহাভারত থেকে শুরু করে বিশ্বসাহিত্যের আনাচে কানাচে, অলিতে গলিতে, পরতে পরতে পরকীয়া প্রেমের ছড়াছড়ি। তবে রাধা-কৃষ্ণের পরকীয়া প্রেম বোধহয় সকল কাহিনীর উর্দ্ধে। রাধার প্রকৃত স্বামী আয়ান ঘোষের নাম হয়তো অনেকেই শোনেন নি। শ্রীচৈতন্য দেব প্রতিষ্ঠিত বৈষ্ণব ধর্মের একটি বিশিষ্ট অঙ্গ হলো পরকীয়া প্রেম। বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তার “বাংলা দেশের ইতিহাস” নামক গ্রন্থে বলেছেন, বৈষ্ণবরা মনে করেন, প্রেমের মাধ্যমেই ভগবানের সঙ্গলাভ সম্ভব। তারা মনে করেন পরকীয়া পরিণীতা স্ত্রীর সাথে বৈধ প্রেম অপেক্ষা আধ্যাত্মিক দিক থেকে অনেক শ্রেষ্ঠ। পরকীয়ার মাধ্যমে ভগবৎ প্রেমের আবির্ভাব ঘটে। সম্ভব হয় প্রেমের স্বরূপ উপলব্ধির। আর এই প্রেমের সাধনার মাধ্যমে লাভ করা যায় ভগবানের সান্নিধ্য।
রাজা মেনেলাসের স্ত্রী অনিন্দ্যসুন্দরী হেলেনার প্রেমে পড়েছিলেন গ্রীক পুরাণের প্রেমিক পুরুষ প্যারিস। ধ্বংস হয়েছিলো ট্রয় নগরী। স্বামী হিপাইস্টাস থাকা সত্বেও পরকীয়া করেছেন সৌন্দর্য্য-প্রেম-কামের দেবী আফ্রোদিতি, তার নিজের ভাই যুদ্ধের দেবতা আ্যরিসের সঙ্গে। বৃহস্পতির স্ত্রী তারাকে কামনা করে হরণ করেছেন চন্দ্র। সপ্তর্ষির স্ত্রীকে কামনা করেছেন অগ্নিদেব। বান্ধবী দেবযানীর স্বামী যযাতিকে কামনা করেছেন শর্মিষ্ঠা পৃথিবী জুড়ে একসময় হৈচৈ ফেলে দিয়েছিলো মনিকা-ক্লিন্টনের গোপন প্রেম। এছাড়া ম্যাডোনা-আ্যলেক্স রডরিগ্স, মেরেলিন মনলো-জন এফ কেনেডি, প্রিন্সেস ডায়না-জেমস হেউইট, চার্লস-ক্যামিলা থেকে রবীন্দ্রনাথ-কাদম্বরী দেবী – তালিকা দীর্ঘ করে লাভ নেই। রবীন্দ্রনাথ থেকে সমরেশ বসু, ঘরে বাইরে থেকে হাঁসুলি বাঁকের উপকথা, বারে বারে এসেছে পরকীয়ার প্রসঙ্গ।
কিন্তু এটা বলাই যায়, যে পরকীয়া উর্মি করছে, তার সমতুল্য কাহিনী কোনো ইতিহাস, কোনো মহাকাব্য, কোনো উপন্যাসে নেই। বলুন তো পাঠক বন্ধু, কোনোদিনও পড়েছেন বা শুনেছেন যে, স্বামী গাড়ীর পিছনের সীটে শুয়ে রয়েছে (সে নেশায় চুর হয়ে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় থাকুক বা যাই থাকুক), আর তার স্ত্রী তারই কলিগের সঙ্গে কেলি করছে। আজ্ঞে হ্যাঁ, ঠিক এই জিনিষটাই ঋত্বিকের সাথে করেছে উর্মি, বা করতে বাধ্য হয়েছে। তার নিজেরও যে একদম ইচ্ছে ছিলো না, তা তো নয়।
পরকীয়া প্রেমের (Adultery) ইতিহাস এবং মানবসমাজের ইতিহাস বোধহয় সমবয়স্কই হবে। ভারতবর্ষের রামায়ণ-মহাভারত থেকে শুরু করে বিশ্বসাহিত্যের আনাচে কানাচে, অলিতে গলিতে, পরতে পরতে পরকীয়া প্রেমের ছড়াছড়ি। তবে রাধা-কৃষ্ণের পরকীয়া প্রেম বোধহয় সকল কাহিনীর উর্দ্ধে। রাধার প্রকৃত স্বামী আয়ান ঘোষের নাম হয়তো অনেকেই শোনেন নি। শ্রীচৈতন্য দেব প্রতিষ্ঠিত বৈষ্ণব ধর্মের একটি বিশিষ্ট অঙ্গ হলো পরকীয়া প্রেম। বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তার “বাংলা দেশের ইতিহাস” নামক গ্রন্থে বলেছেন, বৈষ্ণবরা মনে করেন, প্রেমের মাধ্যমেই ভগবানের সঙ্গলাভ সম্ভব। তারা মনে করেন পরকীয়া পরিণীতা স্ত্রীর সাথে বৈধ প্রেম অপেক্ষা আধ্যাত্মিক দিক থেকে অনেক শ্রেষ্ঠ। পরকীয়ার মাধ্যমে ভগবৎ প্রেমের আবির্ভাব ঘটে। সম্ভব হয় প্রেমের স্বরূপ উপলব্ধির। আর এই প্রেমের সাধনার মাধ্যমে লাভ করা যায় ভগবানের সান্নিধ্য।
রাজা মেনেলাসের স্ত্রী অনিন্দ্যসুন্দরী হেলেনার প্রেমে পড়েছিলেন গ্রীক পুরাণের প্রেমিক পুরুষ প্যারিস। ধ্বংস হয়েছিলো ট্রয় নগরী। স্বামী হিপাইস্টাস থাকা সত্বেও পরকীয়া করেছেন সৌন্দর্য্য-প্রেম-কামের দেবী আফ্রোদিতি, তার নিজের ভাই যুদ্ধের দেবতা আ্যরিসের সঙ্গে। বৃহস্পতির স্ত্রী তারাকে কামনা করে হরণ করেছেন চন্দ্র। সপ্তর্ষির স্ত্রীকে কামনা করেছেন অগ্নিদেব। বান্ধবী দেবযানীর স্বামী যযাতিকে কামনা করেছেন শর্মিষ্ঠা পৃথিবী জুড়ে একসময় হৈচৈ ফেলে দিয়েছিলো মনিকা-ক্লিন্টনের গোপন প্রেম। এছাড়া ম্যাডোনা-আ্যলেক্স রডরিগ্স, মেরেলিন মনলো-জন এফ কেনেডি, প্রিন্সেস ডায়না-জেমস হেউইট, চার্লস-ক্যামিলা থেকে রবীন্দ্রনাথ-কাদম্বরী দেবী – তালিকা দীর্ঘ করে লাভ নেই। রবীন্দ্রনাথ থেকে সমরেশ বসু, ঘরে বাইরে থেকে হাঁসুলি বাঁকের উপকথা, বারে বারে এসেছে পরকীয়ার প্রসঙ্গ।
কিন্তু এটা বলাই যায়, যে পরকীয়া উর্মি করছে, তার সমতুল্য কাহিনী কোনো ইতিহাস, কোনো মহাকাব্য, কোনো উপন্যাসে নেই। বলুন তো পাঠক বন্ধু, কোনোদিনও পড়েছেন বা শুনেছেন যে, স্বামী গাড়ীর পিছনের সীটে শুয়ে রয়েছে (সে নেশায় চুর হয়ে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় থাকুক বা যাই থাকুক), আর তার স্ত্রী তারই কলিগের সঙ্গে কেলি করছে। আজ্ঞে হ্যাঁ, ঠিক এই জিনিষটাই ঋত্বিকের সাথে করেছে উর্মি, বা করতে বাধ্য হয়েছে। তার নিজেরও যে একদম ইচ্ছে ছিলো না, তা তো নয়।