Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কিছু মনের সত্যি কথা
আমরা সেই ছোটবেলা থেকে খরগোশ আর কচ্ছপের গল্প পড়ে আসছি। দৌড় প্রতিযোগিতায় খরগোশ মাঝে বিশ্রাম নেওয়ার কথা ভেবেছিলো আর বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ার ফলে সে হেরে যায়।
মরাল -
1. Slow but steady wins the race.
2. Never underestimate the weakest opponent.

তবে গল্প এখানেই শেষ হয়নি।
বাড়ি ফিরে খরগোশ অনেক চিন্তা করে (Self introspection)। আর বুঝতে পারে ও ওভার কনফিডেন্ট ছিলো আর ব্যাপারটাকে ভীষণ হালকা ভাবে নিয়েছিলো। খরগোশ আবার কচ্ছপকে ডাকে আর বলে দ্বিতীয়বার প্রতিযোগিতার জন্য। কচ্ছপ রাজী হয়ে যায়। এবার দৌড়ানোর সময় খরগোশ আর ঘুমায় না আর সহজেই রেস জিতে যায়।
মরাল - Fast and consistent will always beat the slow and steady.

গল্প এখানেও শেষ হয় না।
এবার কচ্ছপ কিছু চিন্তা করে আর বোঝে যে সাধারণ ভাবে সে কখনও খরগোশকে হারাতে পারবে না। আরও একদিন চিন্তা করে কচ্ছপ খরগোশকে আর একবার রেসের জন্য বলে। খরগোশ মহানন্দে রাজী হয়ে যায়। কচ্ছপ শুধু বলে দৌড়ের রাস্তা ও ঠিক করবে। খরগোশ তাতেও রাজী হয়।
যথাসময়ে রেস শুরু হয়। খরগোশ পূর্ন গতিতে দৌড়াতে শুরু করে। হঠাৎ খরগোশ দৌড় থামিয়ে দেয় কারণ ওর সামনে একটা নদী। ফিনিসিং পয়েন্ট নদীর ওপারে। খরগোশ মাথায় হাত দিয়ে নদীর ধারে বসে থাকে। কচ্ছপ ধীরে ধীরে আসে, সাঁতরে নদী পার হয়ে যায় আর আস্তে আস্তে লক্ষে পৌঁছে যায়।
মরাল - First identify your core competency and then change the playing field accordingly.

গল্প এখানেও শেষ হয় না।
এতদিনে খরগোশ আর কচ্ছপ বন্ধু হয়ে গিয়েছে। খরগোশ আর ওর ক্ষমতার বড়াই করে না। অনেক গল্প হয় দুজনের মধ্যে। দুজনেই ভাবে শেষ প্রতিযোগিতা যদি অন্য ভাবে করা যায়। দুজনে আবার দৌড় শুরু করে। তবে এবার খরগোশ কচ্ছপ কে পিঠে নিয়ে নদীর ধার পর্যন্ত দৌড়ায়। এবার কচ্ছপের পালা। ও নদীতে নেমে পড়ে আর খরগোশকে পিঠে নিয়ে সাঁতার কাটে। ওপারে পৌঁছে খরগোশ আবার কচ্ছপকে পিঠে নিয়ে দৌড়ায়। এবার ওরা দুজনেই রেকর্ড সময়ে লক্ষে পৌঁছে যায়।
মরাল - It's good to be individualy briliant, however teamwork gives better result.

নোট - অবশ্যই এটা আমার লেখা নয়। 1998 সালে একটা ট্রেনিং এর সময় Teamwork আর Complimentary Skill বোঝানোর জন্য আমাদের এই গল্প শোনানো হয়েছিলো।

আর রেস এখনও শেষ হয়নি......
[+] 2 users Like TumiJeAmar's post
Like Reply


Messages In This Thread
RE: কিছু মনের সত্যি কথা - by TumiJeAmar - 13-11-2021, 04:24 AM



Users browsing this thread: 24 Guest(s)