Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কিছু মনের সত্যি কথা
অণু গল্প – পরিবর্তন
স্বপন কুণ্ডু

তমাল আর তমালিকার বিয়ে হয়ে গেলো। খুব ধুমধাম করেই বিয়ে হল। অনেক আত্মীয় বন্ধু এসেছিলো। তমালকে সুন্দর করে সাজা সাধারণ ছেলের মতোই লাগছিলো। আর তমালিকাকে বেগুনি রঙের বেনারসী শাড়িতে সুন্দর মোহময়ী লাগছিলো। সবাই ওদের দুজনকে বার বার তাকিয়ে তাকিয়ে দেখছিল আর ওদের ভালবাসা দেখে অবাক হচ্ছিলো।

বিয়ের কয়েক মাস পরে, তমালিকা একটি প্রস্তাব নিয়ে স্বামীর কাছে আসে। ও বলে যে ও কয়েকদিন আগে একটি ম্যাগাজিনে পড়েছিলো, কীভাবে ওরা ওদের সম্পর্ক আরও শক্তিশালী করতে পারে। তমাল আগ্রহ প্রকাশ করলে তমালিকা বলে, ওরা দুজনেই একটা করে তালিকা বানাবে যাতে অন্য জনের যেসব ব্যবহার পছন্দ হয় না সেসব লেখা থাকবে। দুজনেই এই তালিকা বানাবে। তারপরে দুজনে আলোচনা করবে কীভাবে তাদের ব্যবহার বদলাতে পারে যাতে অন্যের সেই ব্যবহার পছন্দ হয়। এই কাজ দুজনে সততার সাথে করলে দুজনের জীবন আরও সুখী হবে।”
তমাল রাজি হয়। দুজনে দুটো আলাদা ঘরে বসে। দুজনেই সারাদিন ধরে চিন্তা করে আর লেখে। পরদিন ব্রেকফাস্টের টেবিলে তমালিকা বলে, এবার সময় হয়েছে ওদের আলোচনা করার। তমাল নির্লিপ্ত ভাবে সায় দেয়। তমালিকা শুরু করে। ও একটা তিন পাতার লিস্ট বের করে। তাতে তমালের যত দোষ গুণ সব লেখা। এর সব কিছু তমাল নিজেও জানতো না। স্ত্রীর মনের কথা শুনতে শুনতে ওর চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তমালিকা থেমে যায় আর জিজ্ঞাসা করে যে তমালের ছখে জল কেন। তমাল উত্তর দেয় যে ওর এই বিশ্লেষণ খুব ভালো লাগছে আর তমালিকা যেন পুরোটা পড়ে ।
তমালিকা আরও কিছুখন পরে নিজের লেখা পড়া শেষ করে আর তমালকে বলে ওর কাগজ টা পড়তে। তমাল নিঃশব্দে ওর কাগজটা তমালিকার দিকে এগিয়ে দেয় আর ওকেই পড়তে বলে।
তমালিকা পড়তে শুরু করে। ওতে লেখা ছিল,
তোমাকে বলার মত আমার কিছুই নেই। আমার কাছে তুমি একদম পারফেক্ট মানুষ। এই তুমিকেই আমি ভালো বেসেছি। আর আমি চাই এই তুমিই যেন সারাজীবন আমার সাথে থাকো। তোমার কোন পরিবর্তন হলে সেই তুমি এই তুমি থাকবে না। তাই আমি তোমার কিছুই বদলাতে চাই না।
তমালিকা দু মিনিট চুপ করে থাকে। তারপরে নিজের তিন পাতার লিস্ট কুচি কুচি করে ছিঁড়ে ফেলে আর তমালের বুকে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে।

সংগৃহীত ও অনুবাদ করা।
[+] 2 users Like TumiJeAmar's post
Like Reply


Messages In This Thread
RE: কিছু মনের সত্যি কথা - by TumiJeAmar - 12-11-2021, 09:07 PM



Users browsing this thread: 14 Guest(s)