12-11-2021, 05:07 PM
(11-11-2021, 10:19 AM)ddey333 Wrote: আমার সেই ছোটবেলার কলেজের স্যারের করা ধাঁধার প্রশ্ন আর তার উত্তরের সঙ্গে আমাদের জীবনের কী মিল! আমরা প্রথমে কোন কিছু অর্জন করি নিজের চেষ্টায়, তারপর সেটা নিয়ে প্রথমে কিছুটা খুশিও হই, দেন কামস দ্য কম্পারিজন, তুলনা, ব্যস গল্প শেষ। যেই আমরা নিজের অবস্থার সাথে অন্যদের অবস্থার তুলনা শুরু করে বড় হতে চাই অমনি নিজেকে ছোট, অসম্পূর্ণ মনে হতে থাকে আমাদের। আমাদের পাশের লম্বা লাইনটা আমরাই সব সময় টানি। হয়ত আমার বাড়িতে ২১ ইঞ্চির একটা টিভি আছে, বেশ বড়, দারুণ ছবি আমার এতেই বেশ ভালোভালো বিনোদন হচ্ছে কিন্তু যেই পাশের ফ্ল্যাটে রবীনদা ৩২ এর একটা এল ই ডি কিনে আনলেন অমনি আমার টিভিটা আমার কাছে ছোট মনে হতে শুরু করল...
পাশে একটা লম্বা লাইন টানলেই আগের লাইনটা ছোট হয় না, ছোট মনে হয় মাত্র! নিজের নিজের সফলতা ও বিফলতাগুলোকে কারও সঙ্গে তুলনা না করে নিজে উপভোগ করুন নিজে শোধরান, ব্যস দেখবেন ভালো আছেন, খুব ভালো আছেন।
ওয়াও , দারুন একটা লেখা , আমার মনে হয় আমরা প্রায় সবাই এই কথা জানি কিন্তু মানি না । ভবিষ্যতে মেনে চলার চেষ্টা করবো ।