12-11-2021, 05:05 PM
বাঘিনির খপ্পরে
প্রচন্ড গরম পড়েছে। কানে কর্ড লাগিয়ে গান শুনছি বিছানার ওপর শুয়ে, হঠাৎ handset টা কেঁপে উঠল। আধখোলা চোখে তাকিয়ে দেখলাম মোবাইল স্ক্রিনটার দিকে, মোনা কাকিমা কলিং। বিরক্ত হয়েই কলটা রিসিভ করলাম। ওপার থেকে মোনা কাকিমার গলা----
---হ্যালো,গাঙ্গো তো? একটিবার আমাদের ঘরে এসো না বাবা,পাখা ঘুরছে না। একটু দেখে যাও না ভাই।
---এই এতো রোদে? থাক, বিকেলে যাব। হবে না?
----একটুখানি এসোই না বাবা, ঘেমে নেয়ে উঠেছি, জানোই তো গরমে পাখা খারাপ হলে কি কষ্ট হয়।
মহিলা বড্ড নাচ্ছোড়বান্দা। জুতো জামা গায়ে গলিয়ে মন না চাইলেও রওনা দিলাম। আমি ইলেকট্রিকের কাজ করি। সেই সূত্রেই মোনা কাকিমার ফ্যামিলির সাথে পরিচয়। আমার বাড়ী অরুনাচলের এক প্রত্যন্ত গ্রামে। দুপয়সা কামানোর আশায় গ্রাম থেকে এই শহরে এসেছি। সস্তার একটা ঘরে ভাড়া থাকি। আমার বয়স ২৪ বছর ৫ মাস। আমি উপজাতি সম্প্রদায়ের ছেলে। প্রায় ৪ বছর অরুনাচল প্রদেশ ছেড়ে west bengal এসেছি। বাংলা ভাষাটা ভালোই শিখেছি এতদিনে। এই শহুরে এলাকায় ভালো ইলিকট্রিক মিস্ত্রি বলে নাম করে লোকে আমার। যে কারনে বাকী মিস্ত্রিদের কাছে দুচোখের বিষ আমি। সে যাই হোক। মাথায় ৫'১১'' র মতো আছি হাইটে। ওজন ৭৯ কিলো। গায়ের রঙ ফর্সা কালোর মাঝামাঝি। পেশীবহুল দৃঢ় চেহারা। কারোও কারোও কাছে শুনেছি আমার নাকি মুখে বেশ একটা jungle boy লুক আছে। এমন চেহারার জন্যই মাঝে মাঝে নির্জন দুপুরে লোকের বাড়ীতে ইলেকট্রিকের সরঞ্জাম সারাতে গিয়ে বেশ unexpected moment এর সামনে পড়তে হ্য়। ঘরে একাকী থাকা মহিলাদের কামের ইঙ্গিত চোখের চাহনিতে, কথার প্যাঁচে পায়। তবে ওই অবধিই। মনকে শক্ত করে রাখি সেই সময় গুলোতে। একে তো আমি দূরের ছেলে, কাজের ধান্দায় গ্রাম ছেড়েছি,এখানের লোকেরা যদি জানতে পারে যে দুপুরে ঘরের একাকীনি মহিলাদের Meridian Romeo হয়ে উঠেছি, তবে তো ছান্তা পেটা করে অরুনাচলের বনে পাঠিয়ে দেবে!!.....
প্রচন্ড গরম পড়েছে। কানে কর্ড লাগিয়ে গান শুনছি বিছানার ওপর শুয়ে, হঠাৎ handset টা কেঁপে উঠল। আধখোলা চোখে তাকিয়ে দেখলাম মোবাইল স্ক্রিনটার দিকে, মোনা কাকিমা কলিং। বিরক্ত হয়েই কলটা রিসিভ করলাম। ওপার থেকে মোনা কাকিমার গলা----
---হ্যালো,গাঙ্গো তো? একটিবার আমাদের ঘরে এসো না বাবা,পাখা ঘুরছে না। একটু দেখে যাও না ভাই।
---এই এতো রোদে? থাক, বিকেলে যাব। হবে না?
----একটুখানি এসোই না বাবা, ঘেমে নেয়ে উঠেছি, জানোই তো গরমে পাখা খারাপ হলে কি কষ্ট হয়।
মহিলা বড্ড নাচ্ছোড়বান্দা। জুতো জামা গায়ে গলিয়ে মন না চাইলেও রওনা দিলাম। আমি ইলেকট্রিকের কাজ করি। সেই সূত্রেই মোনা কাকিমার ফ্যামিলির সাথে পরিচয়। আমার বাড়ী অরুনাচলের এক প্রত্যন্ত গ্রামে। দুপয়সা কামানোর আশায় গ্রাম থেকে এই শহরে এসেছি। সস্তার একটা ঘরে ভাড়া থাকি। আমার বয়স ২৪ বছর ৫ মাস। আমি উপজাতি সম্প্রদায়ের ছেলে। প্রায় ৪ বছর অরুনাচল প্রদেশ ছেড়ে west bengal এসেছি। বাংলা ভাষাটা ভালোই শিখেছি এতদিনে। এই শহুরে এলাকায় ভালো ইলিকট্রিক মিস্ত্রি বলে নাম করে লোকে আমার। যে কারনে বাকী মিস্ত্রিদের কাছে দুচোখের বিষ আমি। সে যাই হোক। মাথায় ৫'১১'' র মতো আছি হাইটে। ওজন ৭৯ কিলো। গায়ের রঙ ফর্সা কালোর মাঝামাঝি। পেশীবহুল দৃঢ় চেহারা। কারোও কারোও কাছে শুনেছি আমার নাকি মুখে বেশ একটা jungle boy লুক আছে। এমন চেহারার জন্যই মাঝে মাঝে নির্জন দুপুরে লোকের বাড়ীতে ইলেকট্রিকের সরঞ্জাম সারাতে গিয়ে বেশ unexpected moment এর সামনে পড়তে হ্য়। ঘরে একাকী থাকা মহিলাদের কামের ইঙ্গিত চোখের চাহনিতে, কথার প্যাঁচে পায়। তবে ওই অবধিই। মনকে শক্ত করে রাখি সেই সময় গুলোতে। একে তো আমি দূরের ছেলে, কাজের ধান্দায় গ্রাম ছেড়েছি,এখানের লোকেরা যদি জানতে পারে যে দুপুরে ঘরের একাকীনি মহিলাদের Meridian Romeo হয়ে উঠেছি, তবে তো ছান্তা পেটা করে অরুনাচলের বনে পাঠিয়ে দেবে!!.....