11-11-2021, 07:14 PM
নয়নার বাবা মারা যাওয়ার আগে সন্তোষ কাকা আসতেন এ বাড়িতে । ডিফেন্স-এ চাকরি করতেন বিপত্নীক এর বেশি কিছু আমার জানা ছিল না । সব সুতোর দড়ি গুলো খুলছে একে একে ।
আমি ওদের থামাতে বললাম : ঠিক আছে তোমরা চুলো চুলি করো , আমি আসি , এসব দেখা আমার অভ্যাস নেই ।
চেচিয়ে উঠলাম :
তোমরা চাও এই অবস্থা থেকে বেরিয়ে আসতে ? নাকি লোকের গুঁতো খাবে রাস্তা ঘাটে ? "
থেমে গেলো দুজনে অপরাধীর মতো মাঠে নিচু করে ।
" যত দিন না তোমাদের সব টাকা শোধ হয় , আমার কাছে থাকবে , আমার ঘরে খাবে , আর আমার বাড়িতে কাজ করবে , অফিসে কাজ করবে । যা বলবো প্রশ্ন না করে শুনতে হবে ! যা বলবো সেটাকে আদেশ মেনে নিতে হবে । আর মা মেয়ে পালাবার চেষ্টা করলে আমি কিন্তু আইনের ব্যবস্থা নেবো । ছোটবেলায় একদিন আদর করে নাড়ু খাইয়েছিল তাই এতো ঝুঁকি নিলাম । আমাকে ঠিক ঠিক টাকার হিসাব দাও কে কোথায় কত পাবে । আমি বণিকের গুদাম থেকে আসছি । যাতে সে কোন আইনি পথ না নেয় ।"
ইস্তিয়াক কে বললাম " চল ইস্তিয়াক , তোকে আমার সাথে যেতে হবে !"
বেরোবার আগে নয়নার দিকে তাকিয়ে বললাম " কথা গুলো মাথায় রেখো ! যদি বাথ রুমে শুতে বলি শুতে হবে, আর গোবর খেতে বললে গোবর , মা মেয়ে ঠিক করে নাও আমার কাছে চাকর খেটে এই টাকা শোধ দেবে কিনা ! এছাড়া যদি অন্য কোন রাস্তা থাকে আমি ফিরে এলে আমায় জানিও । নাহলে এখানকার লোকেরাই তোমাকে রাস্তা ঘাটে পয়সার জন্য কাপড় টেনে খুলে দেবে ।"
আমি ওদের থামাতে বললাম : ঠিক আছে তোমরা চুলো চুলি করো , আমি আসি , এসব দেখা আমার অভ্যাস নেই ।
চেচিয়ে উঠলাম :
তোমরা চাও এই অবস্থা থেকে বেরিয়ে আসতে ? নাকি লোকের গুঁতো খাবে রাস্তা ঘাটে ? "
থেমে গেলো দুজনে অপরাধীর মতো মাঠে নিচু করে ।
" যত দিন না তোমাদের সব টাকা শোধ হয় , আমার কাছে থাকবে , আমার ঘরে খাবে , আর আমার বাড়িতে কাজ করবে , অফিসে কাজ করবে । যা বলবো প্রশ্ন না করে শুনতে হবে ! যা বলবো সেটাকে আদেশ মেনে নিতে হবে । আর মা মেয়ে পালাবার চেষ্টা করলে আমি কিন্তু আইনের ব্যবস্থা নেবো । ছোটবেলায় একদিন আদর করে নাড়ু খাইয়েছিল তাই এতো ঝুঁকি নিলাম । আমাকে ঠিক ঠিক টাকার হিসাব দাও কে কোথায় কত পাবে । আমি বণিকের গুদাম থেকে আসছি । যাতে সে কোন আইনি পথ না নেয় ।"
ইস্তিয়াক কে বললাম " চল ইস্তিয়াক , তোকে আমার সাথে যেতে হবে !"
বেরোবার আগে নয়নার দিকে তাকিয়ে বললাম " কথা গুলো মাথায় রেখো ! যদি বাথ রুমে শুতে বলি শুতে হবে, আর গোবর খেতে বললে গোবর , মা মেয়ে ঠিক করে নাও আমার কাছে চাকর খেটে এই টাকা শোধ দেবে কিনা ! এছাড়া যদি অন্য কোন রাস্তা থাকে আমি ফিরে এলে আমায় জানিও । নাহলে এখানকার লোকেরাই তোমাকে রাস্তা ঘাটে পয়সার জন্য কাপড় টেনে খুলে দেবে ।"