09-11-2021, 08:14 PM
"বুড়োর চিঠি বুড়িকে **************************
( কবিতা হলেও বাস্তবে কিছুটা সত্যি )
Dear বুড়ি,কেমন আছো?
বড় ছেলের কাছে?
হিংসুটে ঐ,বৌমাটি কি
তোমার পাশেই আছে?
নাতি,নাতনি কেমন আছে?
ওরা কি সব কলেজে ?
এতদিনে ওরাও হয়তো
আমায় গেছে ভুলে।
সে যাক ভুলে,এবার তুমি
তোমার কথা বলো।
তোমার হাঁটুর,ব্যথাটা কি
এখন একটু ভালো?
আসার সময়,তোমার প্রেশার
ছিল অনেক বেশি।
উপরে প্রায়,দুশো ছিলো
নিচে ছিল আশি।
এখনও কি তোমার প্রেশার
একই রকম আছে?
থাকলে পরে,ওষুধ চাইবে
বড় খোকার কাছে।
sugar টাওতো,বেশি তোমার
মিষ্টিটা কম খেও।
মাঝে মাঝে,sugar টাকে
check করিয়ে নিও।
এসেছিলাম,দেখে তোমার
heartএ blockage আছে।
দেখিয়েছে, ওরা তোমায়,
specialist এর কাছে?
ছোটো খোকার,কাছে আছি
ভীষণ কষ্টে আমি।
বৌমার কাছে, আমার থেকেও
কুকুরটা তার দামি।
সকাল থেকেই,বাজারঘাট আর
যত ঘরের কাজ।
বউমা আমায়,করিয়ে নিয়ে
দেখায় আবার ঝাঁঝ।
আমারও তো,শরীরটা আর
সুস্থ মোটেও নেই।
হাত পা গুলো,কাঁপতে থাকে
উঠে দাঁড়ায় যেই।
কি আর করবো,এটাই হয়তো
বুড়ো হওয়ার জ্বালা।
হওয়ার ছিল,ভাগের মা আর
ভাগের বাবার পালা।
পারলে তুমি ভালো থেকো
একটু আধটু ঘুরো।
চিন্তা কোরোনা আমার জন্য
ইতি ""তোমার "বুড়ো""
( কবিতা হলেও বাস্তবে কিছুটা সত্যি )
Dear বুড়ি,কেমন আছো?
বড় ছেলের কাছে?
হিংসুটে ঐ,বৌমাটি কি
তোমার পাশেই আছে?
নাতি,নাতনি কেমন আছে?
ওরা কি সব কলেজে ?
এতদিনে ওরাও হয়তো
আমায় গেছে ভুলে।
সে যাক ভুলে,এবার তুমি
তোমার কথা বলো।
তোমার হাঁটুর,ব্যথাটা কি
এখন একটু ভালো?
আসার সময়,তোমার প্রেশার
ছিল অনেক বেশি।
উপরে প্রায়,দুশো ছিলো
নিচে ছিল আশি।
এখনও কি তোমার প্রেশার
একই রকম আছে?
থাকলে পরে,ওষুধ চাইবে
বড় খোকার কাছে।
sugar টাওতো,বেশি তোমার
মিষ্টিটা কম খেও।
মাঝে মাঝে,sugar টাকে
check করিয়ে নিও।
এসেছিলাম,দেখে তোমার
heartএ blockage আছে।
দেখিয়েছে, ওরা তোমায়,
specialist এর কাছে?
ছোটো খোকার,কাছে আছি
ভীষণ কষ্টে আমি।
বৌমার কাছে, আমার থেকেও
কুকুরটা তার দামি।
সকাল থেকেই,বাজারঘাট আর
যত ঘরের কাজ।
বউমা আমায়,করিয়ে নিয়ে
দেখায় আবার ঝাঁঝ।
আমারও তো,শরীরটা আর
সুস্থ মোটেও নেই।
হাত পা গুলো,কাঁপতে থাকে
উঠে দাঁড়ায় যেই।
কি আর করবো,এটাই হয়তো
বুড়ো হওয়ার জ্বালা।
হওয়ার ছিল,ভাগের মা আর
ভাগের বাবার পালা।
পারলে তুমি ভালো থেকো
একটু আধটু ঘুরো।
চিন্তা কোরোনা আমার জন্য
ইতি ""তোমার "বুড়ো""