09-11-2021, 07:59 PM
(09-11-2021, 03:53 PM)Jupiter10 Wrote: এখন আমার বয়স সাতাশ হয়ে গেছে। এখন আর বাজি পোড়াই না। তবে সেই স্মৃতি গুলো মনে রয়ে গেছে। আমি ছাদে ফাটাতাম না। রাস্তার ধারে পোড়াতাম। আপনার এই নিখুঁত কবিতার মাধ্যমে আপনি আপনার ছেলেবেলার স্মৃতি মেলে ধরেছেন স্পষ্ট রূপে । আপনার বাকী কবিতা এবং ছোট গল্প গুলো থেকেও বোঝা যায় আপনার ছেলে বেলা অনেক প্রিয় । আর সেই প্রিয় সময়ের স্মৃতিচারণ করেন নির্দিষ্ট সময় অন্তরে। বেশ ভালো লাগলো কবিতা টা পড়ে বাবান দা । ছেলেবেলার স্মৃতি গুলোকে জীবন্ত রেখেছেন এটাই অনেক । আর কি চাই।
হ্যা অনেকটা ঠিক ধরেছেন... আসলে আর তো ওই ছোট্ট বয়সে ফিরে যেতে পারবোনা (এক যদি না টাইম মেশিন সার্ভিস শুরু হয়) তাই অতীতের ওই আমাদের সকলের খুশির মজার উৎসবের দিনগুলো পুনরায় লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি মাত্র.
কি আজব তাইনা? ছোটবেলায় সবাই চাইতো তাড়াতাড়ি বড়ো হয়ে যাই তাহলে আর পড়াশুনা করতে হবেনা, আর আজ ভাবি কেন বড়ো হলাম... এর থেকে ওই শৈশব কত সুন্দর ছিল ❤