09-11-2021, 01:14 PM
আলোয় ভুবন ভরা - বাবান
#baban
দীপাবলি স্পেশাল
আকাশ যে আর নেই গো কালো
আজকে তা যে রঙিন
প্রত্যেক রাত হোক অন্ধকারের
আজ যে রোশনির দিন
ফাটছে বাজি ছাদে ছাদে
কেউ বা সাহসী
কারো হাত যে কানে
কোনটা ফাটছে দরাম দুম
কেউ বা আবার উড়ে গিয়ে বুম
কেউ বা আবার উড়ছে সাঁই
কেউ বা ঘরে করে বাই বাই
কেউ বা আবার শুধুই আলো
আমারও লাগে সেগুলোই ভালো
কিনে বাজি বাড়ি ফিরে
যেতাম ছাদে বাজি ধরে
রেখে আসতাম রোদের তাপে
বিকেলে তুলে নিতাম হাতে
তারপরতে রাতটা হলেই
আবার গন্তব্য ছাদের দিকেই
ছোট বড়ো সবাই মিলে
সামিল হতাম খুশির ভিড়ে
আলোয় কাটতো সব অন্ধকার
মুখে হাসি ফুটতো সবার
রশ্নি,আলোয় ভরা শহর
যেন কোনায় কোনায় ছড়িয়ে মোহর
সেই আমাদের ছোটবেলা
রোশনির নিয়ে পবিত্র খেলা
আজকে সেসব মোদের স্মৃতি
থাকুক মনে সারাবেলা
#baban