08-11-2021, 04:39 PM
বুধবার দিন খুব ভিড় হয় এই ট্রেন-এ । আর সেদিন ছিল বুধবার । সবাই এসে গেছে সকালের হাজিরা দিতে , কিন্তু দুপুরের দিকে হটাৎ করে ডাকা বন্ধ আর ট্রেন অবরোধ এদের প্রত্যেক কে ভাবিয়ে তুললো । সবার ফেরার সময় একে ওপরের থেকে খুব আলাদা কিছু হয় না আর এই জন্যই এরা টিকে থাকে অনেক অনেক দিন । এরকম আগে যে হয় নি তা নয় । সে ক্ষেত্রে মোবাইল কে ভরসা করে সবাই উপস্থিত হলো বিকেল 5 টায় । বেশির ভাগ অফিস আগে থেকে ছুটি দিয়ে দিয়েছে , যাতে সবাই সুস্থ ভাবে বাড়ি ফিরে যেতে পারে । হাজরার মোড়ে আগুন জ্বলছে বাসে, হাওড়ায় দুটো বাস জ্বালিয়েও দিয়েছে ! ময়দান চত্বর রণক্ষেত্র । নির্বানের ভার পড়লো সবাইকে সংঘবদ্ধ করে বাড়ি নিয়ে যাবার । সবাই যে একই জায়গায় থাকে এমনটাও নয় । কিন্তু বান্ডেল তাদের সবার গন্তব্যস্থল ।
সবাই কার সাথে যোগাযোগ করা গেলেও তমালির সাথে ফোনে যোগাযোগ সম্ভব হলো না । তাছাড়া তমালির নিজস্ব গাড়িও আছে তাই তাকে নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করে না এই পরিবার ।
যে যার মতো সিরাজুল-এর খাবার ষ্টল এ এসে পড়লো 5 টার আগেই । গত ২ ঘন্টা ধরে ট্রেন বন্ধ আছে । শেওড়াফুলি তে অবরোধ , আর অবরোধ নৈহাটিতেও । কোনো রাজনৈতিক নেতা খুন হয়েছেন । তাতেই এই বিপত্তি । লোকে লোকারণ্য হাওড়া 1-15 প্লাটফর্ম পা রাখার জায়গা নেই কোথাও । অফিস ফিরতি লোকেদের ভিড় বাড়ছে বই কমছে না । বিজয়া ভিড়ের মধ্যে ডাকলো এই চৈতালি , ওই চৈতালি !
চৈতালি পবিত্রর পার্ট টাইম গার্লফ্রেন্ড । আরো এক জন সদস্য যোগ দিলো দলে । এই সময় দল ভারী হলে ভিড় থেকে তবু একটা জায়গা করে নেয়া যায় । নাহলে কম বয়েসী মেয়েদের এমন ভিড়ে কোনো মান ইজ্জত থাকে না ! ভিড়ের সুযোগ নিয়ে যে যেভাবে শরীরে হাত দিতে পারে সে সেভাবে হাত চালিয়ে দেয় ! কারোর পৌষমাস আর কারোর সর্বনাশ। চিৎকার চেঁচামেচি করেও বিশেষ লাভ হয় না । যারা এসব ভিড়ে অভ্যস্ত নয় তারা কখনো ট্রেন-এ যাতায়াত করার কল্পনাও করতে পারে না ।
এনাউন্স হলো দু চারটে ট্রেন । তারই মধ্যে একটি বান্ডেল লোকাল আর 10 নাম্বার প্লাটফর্ম থেকে ছাড়বে ।কখন ছাড়বে সেটা এখনো ঘোষণা হয় নি কিন্তু নাই বা হলো কারোর কাছে আর কোনো ভালো অপসন নেই । বাসে যাওয়া যাবে হয়তো কিন্তু সে আরো মারাত্মক না জানে হাইওয়ে তে কত অবরোধ । এক রাশ ভিড় ঠেলে ভিড়েরই একটা অঙ্গ 10 নাম্বারের দিকে ছুটে গেলো । স্টেশন-এ পা রাখার জায়গা নেই । এটা খুবই সাধারণ ব্যাপার । পবিত্র আসলেও সুজয় আসে নি ওর আসতে দেরি হবে, বা থেকে যাবে কোনো বন্ধুর বাড়ি ।
সবাই কার সাথে যোগাযোগ করা গেলেও তমালির সাথে ফোনে যোগাযোগ সম্ভব হলো না । তাছাড়া তমালির নিজস্ব গাড়িও আছে তাই তাকে নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করে না এই পরিবার ।
যে যার মতো সিরাজুল-এর খাবার ষ্টল এ এসে পড়লো 5 টার আগেই । গত ২ ঘন্টা ধরে ট্রেন বন্ধ আছে । শেওড়াফুলি তে অবরোধ , আর অবরোধ নৈহাটিতেও । কোনো রাজনৈতিক নেতা খুন হয়েছেন । তাতেই এই বিপত্তি । লোকে লোকারণ্য হাওড়া 1-15 প্লাটফর্ম পা রাখার জায়গা নেই কোথাও । অফিস ফিরতি লোকেদের ভিড় বাড়ছে বই কমছে না । বিজয়া ভিড়ের মধ্যে ডাকলো এই চৈতালি , ওই চৈতালি !
চৈতালি পবিত্রর পার্ট টাইম গার্লফ্রেন্ড । আরো এক জন সদস্য যোগ দিলো দলে । এই সময় দল ভারী হলে ভিড় থেকে তবু একটা জায়গা করে নেয়া যায় । নাহলে কম বয়েসী মেয়েদের এমন ভিড়ে কোনো মান ইজ্জত থাকে না ! ভিড়ের সুযোগ নিয়ে যে যেভাবে শরীরে হাত দিতে পারে সে সেভাবে হাত চালিয়ে দেয় ! কারোর পৌষমাস আর কারোর সর্বনাশ। চিৎকার চেঁচামেচি করেও বিশেষ লাভ হয় না । যারা এসব ভিড়ে অভ্যস্ত নয় তারা কখনো ট্রেন-এ যাতায়াত করার কল্পনাও করতে পারে না ।
এনাউন্স হলো দু চারটে ট্রেন । তারই মধ্যে একটি বান্ডেল লোকাল আর 10 নাম্বার প্লাটফর্ম থেকে ছাড়বে ।কখন ছাড়বে সেটা এখনো ঘোষণা হয় নি কিন্তু নাই বা হলো কারোর কাছে আর কোনো ভালো অপসন নেই । বাসে যাওয়া যাবে হয়তো কিন্তু সে আরো মারাত্মক না জানে হাইওয়ে তে কত অবরোধ । এক রাশ ভিড় ঠেলে ভিড়েরই একটা অঙ্গ 10 নাম্বারের দিকে ছুটে গেলো । স্টেশন-এ পা রাখার জায়গা নেই । এটা খুবই সাধারণ ব্যাপার । পবিত্র আসলেও সুজয় আসে নি ওর আসতে দেরি হবে, বা থেকে যাবে কোনো বন্ধুর বাড়ি ।