08-11-2021, 02:48 PM
দুপুরের আর রাতের খাবার কাজের মেয়ে ময়না করে । সকালের ব্রেকফাস্ট টা রতি নিজেই বানায় । অফিস যাবার জন্য সব প্রায় তৈরী হয়ে গেছে ।
দু একবার ফোন বাজে স্বাভাবিক , কলিগের কেউ না কেউ ফোন করে , কিন্তু ফোনটা ক্রমাগত বাজায়, একটু বিরক্ত হয়েই তুলে নেয় রতি । সচরাচর সোমের ফোন তোলে না এতে দুজনেরই স্বাধীনতা আছে । কেউ কারোর পার্সোনাল লাইফ এ ইন্টারফেয়ার করে না ।
"হু ইশ দিস !" ওপাশ থেকে মেয়ের গলা ভেসে আসে ।
রতির বুঝতে অসুবিধা হয় না এটা দ্বিগিশা! একটু রুডলি উত্তর দেয় রতি "আমি মিসেস উপাধ্যায় বলছি , বলুন !"
"ক্যান আই টক টু সোম ফর আ মিনিট ? ইটস অণ ভিসা প্রগ্রেস !"!"
সোম এগিয়ে এসে ফোন নিয়ে বললো "কে? ডি, ওঃ! কোনো ব্যাপার না , ডিস্ ইশ মাই ফিয়ান্সে , আমার বি২ ! অফিস এ গিয়ে দেখছি ।"
রতি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে "মেয়েটা তোমার সাথে যাচ্ছে বুঝি !"
সোম বলে "হ্যাঁ , কনভেনর তো ওকে যেতেই হবে ।"
"তোমরা কি এক সাথেই থাকবে ? " রতি প্রশ্ন করে ।
সোম একটু অগোছালো ভাবেই উত্তর দেয় "না , হয়তো কিন্তু হ্যাঁ , বলতে পারছি না কি অফিস ঠিক করছে !"
রতি উত্তর করে না । সোম কে হারানোর ভয় তাকে তাড়িয়ে বেড়ায় । অনেক দূর এগিয়ে গেছে সে , আর ফায়ার যাবার রাস্তা নেই । মাঝে মাঝে মন্মথ কে মনে পরে তার । সেও ভালো কোম্পানি তে চাকরি করে আর্চিটেক্ট , কলেজ এ অনেক সময় কাটিয়েছে তারা , আজও ভালো বন্ধু । বরণ সোম এর থেকে অনেক গভীর এই সম্পর্ক ।
"কখনো তোমার মনে হয় না , তোমার দ্বিগিশা কেই বিয়ে করা উচিত ?" রতি তাকিয়ে থাকে সোমের দিকে ।
"হোয়াট দা ফাক !" টেবিলের ব্রেকফাস্ট ছুড়ে ফেলে সোম মাটিতে ।
"আফটার অল ইউ বোথ আর কম্পিটেন্ট !" রতি থামে না ।
"তাতে কি, তোমার কি সন্দেহ হয় যে আমার সাথে দ্বিগিশার সম্পর্ক আছে ?" চেঁচিয়ে ওঠে সোম ।
"ইদানিং তার ফোনের কল দেখে আমার সন্দেহ হয় বৈকি ! 356 টা কল রেকর্ডস ! শুধু কি অফিস-এর ? যার মধ্যে 50 মিনিটস এর গোটা 90 । কি জানি , যদি এমন তাই হয় বলে দিয়ো , আমি দেরি করবো না !" বলে রতি বেসিনের দিকে যায় ।
চেঁচিয়ে ওঠে সোম "ইউ ফাকিং বিচ!"
বেশ করবো আমি দ্বিগিশাকেই বিয়ে করবো ! গেট লস্ট । বলে বেরিয়ে যায় উন্মাদের মতো । রতি বোঝে না সোম তাকে কতটা ভালোবাসে , বোঝেনা সোম রতি তাকে কি দিয়ে ভালোবেসেছে । একে অপরকে শুধু সহ্য করতে পারে না রাতের সময় টুকু ছাড়া ।
দু একবার ফোন বাজে স্বাভাবিক , কলিগের কেউ না কেউ ফোন করে , কিন্তু ফোনটা ক্রমাগত বাজায়, একটু বিরক্ত হয়েই তুলে নেয় রতি । সচরাচর সোমের ফোন তোলে না এতে দুজনেরই স্বাধীনতা আছে । কেউ কারোর পার্সোনাল লাইফ এ ইন্টারফেয়ার করে না ।
"হু ইশ দিস !" ওপাশ থেকে মেয়ের গলা ভেসে আসে ।
রতির বুঝতে অসুবিধা হয় না এটা দ্বিগিশা! একটু রুডলি উত্তর দেয় রতি "আমি মিসেস উপাধ্যায় বলছি , বলুন !"
"ক্যান আই টক টু সোম ফর আ মিনিট ? ইটস অণ ভিসা প্রগ্রেস !"!"
সোম এগিয়ে এসে ফোন নিয়ে বললো "কে? ডি, ওঃ! কোনো ব্যাপার না , ডিস্ ইশ মাই ফিয়ান্সে , আমার বি২ ! অফিস এ গিয়ে দেখছি ।"
রতি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে "মেয়েটা তোমার সাথে যাচ্ছে বুঝি !"
সোম বলে "হ্যাঁ , কনভেনর তো ওকে যেতেই হবে ।"
"তোমরা কি এক সাথেই থাকবে ? " রতি প্রশ্ন করে ।
সোম একটু অগোছালো ভাবেই উত্তর দেয় "না , হয়তো কিন্তু হ্যাঁ , বলতে পারছি না কি অফিস ঠিক করছে !"
রতি উত্তর করে না । সোম কে হারানোর ভয় তাকে তাড়িয়ে বেড়ায় । অনেক দূর এগিয়ে গেছে সে , আর ফায়ার যাবার রাস্তা নেই । মাঝে মাঝে মন্মথ কে মনে পরে তার । সেও ভালো কোম্পানি তে চাকরি করে আর্চিটেক্ট , কলেজ এ অনেক সময় কাটিয়েছে তারা , আজও ভালো বন্ধু । বরণ সোম এর থেকে অনেক গভীর এই সম্পর্ক ।
"কখনো তোমার মনে হয় না , তোমার দ্বিগিশা কেই বিয়ে করা উচিত ?" রতি তাকিয়ে থাকে সোমের দিকে ।
"হোয়াট দা ফাক !" টেবিলের ব্রেকফাস্ট ছুড়ে ফেলে সোম মাটিতে ।
"আফটার অল ইউ বোথ আর কম্পিটেন্ট !" রতি থামে না ।
"তাতে কি, তোমার কি সন্দেহ হয় যে আমার সাথে দ্বিগিশার সম্পর্ক আছে ?" চেঁচিয়ে ওঠে সোম ।
"ইদানিং তার ফোনের কল দেখে আমার সন্দেহ হয় বৈকি ! 356 টা কল রেকর্ডস ! শুধু কি অফিস-এর ? যার মধ্যে 50 মিনিটস এর গোটা 90 । কি জানি , যদি এমন তাই হয় বলে দিয়ো , আমি দেরি করবো না !" বলে রতি বেসিনের দিকে যায় ।
চেঁচিয়ে ওঠে সোম "ইউ ফাকিং বিচ!"
বেশ করবো আমি দ্বিগিশাকেই বিয়ে করবো ! গেট লস্ট । বলে বেরিয়ে যায় উন্মাদের মতো । রতি বোঝে না সোম তাকে কতটা ভালোবাসে , বোঝেনা সোম রতি তাকে কি দিয়ে ভালোবেসেছে । একে অপরকে শুধু সহ্য করতে পারে না রাতের সময় টুকু ছাড়া ।