08-11-2021, 02:39 PM
রতি কে কলকাতার বুকে জটিল মাল বলা চলে । 8-80 এর সব বয়স এর চোখ তার শরীরে আটকে যায় । ত্বকের উজ্জ্বল কমনীয় ভাব আর বিরল সৌন্দর্য্যে ভরা যৌবনা শরীরটা পাহাড়ি নদীর মতো এ পাড় থেকে ওপাড়ে আছাড় খায় হাটতে চলতে । তার অনেক কলিগ তাঁকে দীর্ঘদিন সঙ্গ দিলেও রতি কারোর দিকে বিশেষ মন দেয় নি , কিন্তু তার মন আটকে গিয়েছিলো যেদিন সোম সবার সামনে হাত ধরে ওকে বিয়ে করতে চায় , আর সেখান থেকেই অনেক ভেবে চিনতে লিভ টোগেদার এর সূত্রপাত । বিয়ে টা হতে হতেও যেন হচ্ছে না । রতি জানে বিয়ে হলে সোম অনেক বদলে যাবে । যদিও সোমের এমন কিছু নেই যেটা রতির এক দম পছন্দ নয় । শুধু একটু জেদি বেপরোয়া জীবন ।
" আজকে কি খেয়ে আসলে !" রতি একটু বিব্রত হয়ে জিজ্ঞাসা করে । সোম বিরক্ত হয় , " বললাম তো যাবার সময়! পার্টি ছিল !"
রতি দ্বিগিশা কে নিয়ে বিরক্ত কম নয় । যবে থেকে মেয়েটা সোমের অফিসে জয়েন করেছে তবে থেকেই সোম যেন একটু বেশি বেপরোয়া । দ্বিগিশার চোখে মুখে খিদে , পরের মূল্যবান স্বামী কে ছিনিয়ে নেবার খিদে ।
" দ্বিগিশা ও ছিল নাকি পার্টি তে ?" একটু অভিমান করেই জিজ্ঞাসা করে । এমন অনেক পার্টি তাই রতি গিয়েছে সোমের সাথে । ইদানিং তার আর এসব ভালো লাগে না , কাজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখতে চায় । লোকের মিথ্যে মেকি প্রশ্ন , আর লোক দেখানো ভালোলাগা রতির পছন্দ নয় ।
" ছিল !" সোম খুব সংক্ষেপ করে । নিজের ঘরে গিয়ে জামা খুলতে খুলতে প্রশ্ন করে " খেয়েছো ? "
রতি উত্তর দেয় না অভিমানের মাত্রা টা একটু একটু করে বাড়ছে । " আমি আজ খাবো না !" বলেই সোম স্নানের ঘরে চলে যায় ।
দূরত্ব আরেকটু বেড়ে যায় , আর অভিমান তার সুযোগ নিয়ে একটু বেশি জায়গা করে নেয় ।
রাতের কাজ টুকু সেরে নিয়ে রতি নিজেই নিজের খাবার বেড়ে নিয়ে আনমনা হয়ে চিবোতে থাকে খাবার গুলো । সোম কে নিয়ে তার স্বপ্নের সংসার কবে শুরু হবে । কেন সব এতো বেপরোয়া । ওর কথা শুনেই তো সব কিছু ভুলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো রতি , তাহলে এখন কেন এমন সোম ? সোম কেন পাল্টে যাচ্ছে ? আগে তো দিনের মধ্যে 12 বার ফোন আর 10 বার জিজ্ঞাসা করা রতিকে কেমন আছে সে !
আজ জিজ্ঞাসা করতেও ভুলে যায় রতি খেয়েছে কিনা !
বেরিয়ে আসলো বাথরুম থেকে সব, চোখ টা তার লাল । " আই আম হেডিং টু নেউয়র্ক ফর এ কাপল অফ ডেস!"
অফিসের কাজ , না গেলে উপায় নেই , এ কদিন তোমায় একা থাকতে হবে !" সব টি শার্ট টা পড়তে পড়তে রতির দিকে তাকিয়ে বলতে থাকে ।
" ক দিন ?" তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে রতি প্রশ্ন করে সোম কে ।
"মার্ সাথে নতুন করে বিয়ের ব্যাপারে কথা বললে?" প্রশ্নের উত্তর দরকার নেই বুঝিয়ে দিতে পরের প্রশ্ন টা ফেলে দেয় সোমের সামনে । সোম বিব্রত হয় এখানেই , এমএ ওপর কে সহ্য করে নিতে পারে না ।
" তোমার এই কথা শুনে আমি বিরক্ত হয়ে গেছি ! বললাম তো মা হ্যাঁ বলুক বা না বলুক বাপি তো বলেছে যে তোমায় বিয়ে করলে তার কোনো আপত্তি নেই !" ফিরে আসি তার পর একটা উইড্ডিং প্লানার ডেকে ভালো ডেট ফিক্স করবো !" সোম বিরক্ত হয়ে উত্তর দেয় !
খুব ঠান্ডা গলায় দু একটা প্লেট ধুতে ধুতে রতি প্রশ্ন করে " সেটা কবে ?"
আবার উত্তরের অপেখ্যা না করেই পরের প্রশ্ন টা সাজিয়ে দেয় সোমের দিকে । কোথাও বিশ্বাসের কমতি পড়েছে দুজনের সম্পর্কে ।
" সেবার জাপান থেকে ফেরার পর আমাদের ডেট ফিক্স করার কথা ছিল ,ছিল না কি ?" গলায় নতুন কোনো উত্তেজনা দেখা যায় না রতির ।
" ফাক অফ ! আই আম পিসড অফ!" ধৈর্য ধরতে না পেরে চেঁচিয়ে ওঠে সোম ।
রতির মন মানতে চায় না , প্রতীক্ষা করে করে সে আজ ক্লান্ত , 29 এ এসে তার সংসার করতে ইচ্ছা করছে , তার একটা বাচ্ছা চাই ! সোমের কোনো কথা আর সে শুনতেও চায় না ।
" আজকে কি খেয়ে আসলে !" রতি একটু বিব্রত হয়ে জিজ্ঞাসা করে । সোম বিরক্ত হয় , " বললাম তো যাবার সময়! পার্টি ছিল !"
রতি দ্বিগিশা কে নিয়ে বিরক্ত কম নয় । যবে থেকে মেয়েটা সোমের অফিসে জয়েন করেছে তবে থেকেই সোম যেন একটু বেশি বেপরোয়া । দ্বিগিশার চোখে মুখে খিদে , পরের মূল্যবান স্বামী কে ছিনিয়ে নেবার খিদে ।
" দ্বিগিশা ও ছিল নাকি পার্টি তে ?" একটু অভিমান করেই জিজ্ঞাসা করে । এমন অনেক পার্টি তাই রতি গিয়েছে সোমের সাথে । ইদানিং তার আর এসব ভালো লাগে না , কাজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখতে চায় । লোকের মিথ্যে মেকি প্রশ্ন , আর লোক দেখানো ভালোলাগা রতির পছন্দ নয় ।
" ছিল !" সোম খুব সংক্ষেপ করে । নিজের ঘরে গিয়ে জামা খুলতে খুলতে প্রশ্ন করে " খেয়েছো ? "
রতি উত্তর দেয় না অভিমানের মাত্রা টা একটু একটু করে বাড়ছে । " আমি আজ খাবো না !" বলেই সোম স্নানের ঘরে চলে যায় ।
দূরত্ব আরেকটু বেড়ে যায় , আর অভিমান তার সুযোগ নিয়ে একটু বেশি জায়গা করে নেয় ।
রাতের কাজ টুকু সেরে নিয়ে রতি নিজেই নিজের খাবার বেড়ে নিয়ে আনমনা হয়ে চিবোতে থাকে খাবার গুলো । সোম কে নিয়ে তার স্বপ্নের সংসার কবে শুরু হবে । কেন সব এতো বেপরোয়া । ওর কথা শুনেই তো সব কিছু ভুলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো রতি , তাহলে এখন কেন এমন সোম ? সোম কেন পাল্টে যাচ্ছে ? আগে তো দিনের মধ্যে 12 বার ফোন আর 10 বার জিজ্ঞাসা করা রতিকে কেমন আছে সে !
আজ জিজ্ঞাসা করতেও ভুলে যায় রতি খেয়েছে কিনা !
বেরিয়ে আসলো বাথরুম থেকে সব, চোখ টা তার লাল । " আই আম হেডিং টু নেউয়র্ক ফর এ কাপল অফ ডেস!"
অফিসের কাজ , না গেলে উপায় নেই , এ কদিন তোমায় একা থাকতে হবে !" সব টি শার্ট টা পড়তে পড়তে রতির দিকে তাকিয়ে বলতে থাকে ।
" ক দিন ?" তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে রতি প্রশ্ন করে সোম কে ।
"মার্ সাথে নতুন করে বিয়ের ব্যাপারে কথা বললে?" প্রশ্নের উত্তর দরকার নেই বুঝিয়ে দিতে পরের প্রশ্ন টা ফেলে দেয় সোমের সামনে । সোম বিব্রত হয় এখানেই , এমএ ওপর কে সহ্য করে নিতে পারে না ।
" তোমার এই কথা শুনে আমি বিরক্ত হয়ে গেছি ! বললাম তো মা হ্যাঁ বলুক বা না বলুক বাপি তো বলেছে যে তোমায় বিয়ে করলে তার কোনো আপত্তি নেই !" ফিরে আসি তার পর একটা উইড্ডিং প্লানার ডেকে ভালো ডেট ফিক্স করবো !" সোম বিরক্ত হয়ে উত্তর দেয় !
খুব ঠান্ডা গলায় দু একটা প্লেট ধুতে ধুতে রতি প্রশ্ন করে " সেটা কবে ?"
আবার উত্তরের অপেখ্যা না করেই পরের প্রশ্ন টা সাজিয়ে দেয় সোমের দিকে । কোথাও বিশ্বাসের কমতি পড়েছে দুজনের সম্পর্কে ।
" সেবার জাপান থেকে ফেরার পর আমাদের ডেট ফিক্স করার কথা ছিল ,ছিল না কি ?" গলায় নতুন কোনো উত্তেজনা দেখা যায় না রতির ।
" ফাক অফ ! আই আম পিসড অফ!" ধৈর্য ধরতে না পেরে চেঁচিয়ে ওঠে সোম ।
রতির মন মানতে চায় না , প্রতীক্ষা করে করে সে আজ ক্লান্ত , 29 এ এসে তার সংসার করতে ইচ্ছা করছে , তার একটা বাচ্ছা চাই ! সোমের কোনো কথা আর সে শুনতেও চায় না ।