08-11-2021, 02:38 PM
একটু অভিমানের জন্য :
রতি অফিস শেষ করে ফিরে এসেছে ফ্ল্যাটে । সমিধ্যের সাথে বোঝাপড়াটা ইদানিং তার একদমই ভালো নেই । কে কতটা কাকে ভালোবাসে সে হিসাব দুজনে মেলাতে পারে নি দুজনেই । বিদেশী কোম্পানি-তে চাকরি করলে নিজের ব্যক্তিগত জীবন আর স্বাদ বলে কিছুই থাকে না , হাড় ভাঙা খাটুনির পর শরীরের মিলন তো দূরে থাকে মনের চাহিদা টুকু মেটাতে ইচ্ছে করে না সমিধ্যের । সোম রতি কেও বোঝে না তা নয় কিন্তু রতি কে একটু এক ঘেয়ে মনে হয় । সোম ও জানে যে রতি তাঁকে প্রাণ উজাড় করে ভালোবাসে । সেদিন রাতে হিসাব টা যেন একটু বেশি এলোমেলো হয়ে গেলো ।
সোম এমনি ড্রিংক করে না পার্টি না থাকলে । দ্বিগিশা পাঞ্জাবি তাই একটু খোলা মেলা । একটু ইনসিস্ট করায় মদ টা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিলো অন্য দিনের তুলনায় । ফুরফুরে হয় গাড়ি চালিয়ে তীরের গতিতে গাড়িটা ঢুকিয়ে দিলো ড্রিমস হ্যাভেন -এ । এখানেই 6 বছর আগে ফ্লাইট কিনেছিলো সোম । নিজে অর্ধেক দিয়েছিলো, বাকি টা মা বাবার থেকে ধার করা । সে ধার আজ শোধ দেয় নি , আর মা বাবা দুজনেই ডাক্তার , তাদের প্রয়োজন হয় নি সে টাকা আদায় করার । লেখক হিসাবে আমার দায় বোধটা আছে বলে, আমার মনে হয় আমি বাবা হলে টাকা টা চেয়ে নিতাম ।
ডেনমার্ক থেকে law পাস্ করেছে সোম আর ইকোনোমিক্স -এ মাস্টার্স , MBA সে করেছে রেডিফ থেকে । তাই কোম্পানি-এর এক্সেকিউটিভের রোলে তাঁকে মানিয়ে নিতে অসুবিধা হয় নি মোটা টাকার বিনিময়ে । আয়েশি জীবনে যা চেয়েছে সে সবই পেয়েছে । সে অনুপাতে রতির জীবন এমন বৈচিত্রপূর্ন্য নয় । সে নামি কোম্পানি-এর আর্চিটেক্ট হলেও সোমের সাথে পাল্লা দিতে পারে না ।
ডং ডং করে দরজার চার্চ বেল টা বাজলো ! রতি গিয়ে খুলে দিলো দরজা টা । দুজনেই লিভ টোগেদার করে । কন্ডিশন একটাই, যে একে অপরকে শেষ মেশ মিলিয়ে নিতে পারলেই বিয়ে করবে আর ফ্যামিলি এর পারমিশন নিয়ে বিয়ে করবে । রতির বাড়ির লোক বিশেষ অপছন্দ করেন নি , সাবেকি বাঙালি মধ্যবিত্ত পরিবার হলেও । কিন্তু বাদ সেধেছেন সোমের মা । তার একটাই চাহিদা মেয়ে তার পছন্দের হওয়া চাই । কোনো কারণ ছাড়াই রতি তার বিশেষ পছন্দের তালিকায় পড়ে না ।
রতি অফিস শেষ করে ফিরে এসেছে ফ্ল্যাটে । সমিধ্যের সাথে বোঝাপড়াটা ইদানিং তার একদমই ভালো নেই । কে কতটা কাকে ভালোবাসে সে হিসাব দুজনে মেলাতে পারে নি দুজনেই । বিদেশী কোম্পানি-তে চাকরি করলে নিজের ব্যক্তিগত জীবন আর স্বাদ বলে কিছুই থাকে না , হাড় ভাঙা খাটুনির পর শরীরের মিলন তো দূরে থাকে মনের চাহিদা টুকু মেটাতে ইচ্ছে করে না সমিধ্যের । সোম রতি কেও বোঝে না তা নয় কিন্তু রতি কে একটু এক ঘেয়ে মনে হয় । সোম ও জানে যে রতি তাঁকে প্রাণ উজাড় করে ভালোবাসে । সেদিন রাতে হিসাব টা যেন একটু বেশি এলোমেলো হয়ে গেলো ।
সোম এমনি ড্রিংক করে না পার্টি না থাকলে । দ্বিগিশা পাঞ্জাবি তাই একটু খোলা মেলা । একটু ইনসিস্ট করায় মদ টা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিলো অন্য দিনের তুলনায় । ফুরফুরে হয় গাড়ি চালিয়ে তীরের গতিতে গাড়িটা ঢুকিয়ে দিলো ড্রিমস হ্যাভেন -এ । এখানেই 6 বছর আগে ফ্লাইট কিনেছিলো সোম । নিজে অর্ধেক দিয়েছিলো, বাকি টা মা বাবার থেকে ধার করা । সে ধার আজ শোধ দেয় নি , আর মা বাবা দুজনেই ডাক্তার , তাদের প্রয়োজন হয় নি সে টাকা আদায় করার । লেখক হিসাবে আমার দায় বোধটা আছে বলে, আমার মনে হয় আমি বাবা হলে টাকা টা চেয়ে নিতাম ।
ডেনমার্ক থেকে law পাস্ করেছে সোম আর ইকোনোমিক্স -এ মাস্টার্স , MBA সে করেছে রেডিফ থেকে । তাই কোম্পানি-এর এক্সেকিউটিভের রোলে তাঁকে মানিয়ে নিতে অসুবিধা হয় নি মোটা টাকার বিনিময়ে । আয়েশি জীবনে যা চেয়েছে সে সবই পেয়েছে । সে অনুপাতে রতির জীবন এমন বৈচিত্রপূর্ন্য নয় । সে নামি কোম্পানি-এর আর্চিটেক্ট হলেও সোমের সাথে পাল্লা দিতে পারে না ।
ডং ডং করে দরজার চার্চ বেল টা বাজলো ! রতি গিয়ে খুলে দিলো দরজা টা । দুজনেই লিভ টোগেদার করে । কন্ডিশন একটাই, যে একে অপরকে শেষ মেশ মিলিয়ে নিতে পারলেই বিয়ে করবে আর ফ্যামিলি এর পারমিশন নিয়ে বিয়ে করবে । রতির বাড়ির লোক বিশেষ অপছন্দ করেন নি , সাবেকি বাঙালি মধ্যবিত্ত পরিবার হলেও । কিন্তু বাদ সেধেছেন সোমের মা । তার একটাই চাহিদা মেয়ে তার পছন্দের হওয়া চাই । কোনো কারণ ছাড়াই রতি তার বিশেষ পছন্দের তালিকায় পড়ে না ।