Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কিছু মনের সত্যি কথা
# কথোপকথন

 
-"হাই!"
-"হেই!"
-"বাব্বা! কত্ত ঢং!"
-"মানে?"
-"হেই লিখলি কেন? হাই বা হ্যালো লিখলে জাত যায়?"
-"উফ বাবা, তোকে ঝগড়াটিশ্রী দিলাম। হয়েছে এবার?"
-"না হয়নি। একটা দরকারি কথা বলার জন্য পিং করলাম।"
-"কি, শুনি?"
-"কাল তোর কোনো কাজ আছে?"
-"কাল? কাল কি বার?"
-"শনিবার। তোর অফিস তো ছুটিই থাকে। বাড়ি থাকবি, না কোথাও চড়তে বেরোবি?"
-"কেন বল তো?"
-"দ্যাখ দীপ্ত, তুই তো জানিসই, আমার কোনো দাদা বা ভাই নেই। কোনোবছর ফোঁটা দিতে পারিনা। আর যতদূর জানি, তোদের কোনো বোন নেই।"
-"এইইইই যে, ম্যাডাম! ওকথা ভুলেও ভাববেন না!"
-"কি কথা?"
-"ফোঁটা টোঁটা হবে না। ভাগ!"
-"কেন বে?"
-"বলব না। আমার কাজ আছে, অফলাইন হচ্ছি।"
-"মারব কানের গোড়ায়। তুই আমার দুবছরের সিনিয়ার, একবছর আটমাসের বড়, কিচ্ছু মানব না কিন্তু!"
-"দ্যাখ পিউ, খিল্লি করবি না কিন্তু..."
-"বল, নইলে ফেবুতে তোকে ট্যাগ করে পোস্ট করব!"
-"আমি...ইয়ে... তোর যা মুখ, বলতেও ভয় লাগে..."
-"মুখরা বলছিস আমাকে?"
-"তা তো আছিসই। তবে আমি ছেলেটা খুব ইয়ে কিনা... তাই তোকে ইয়ে করি আরকি!"
-"ইয়ে করিস মানে?"
-"উফ! বেল্লিক একটা তুই!"
-"আর তুই একটা উজবুক! আমাকে পছন্দ করিস, তাই তো?"
-"ইয়ে... মানে...হ্যাঁ!"
-"উরিশ্লা! তাই ফোঁটা নিবি না?"
-"হুম!"
-"আমি না খোঁচালে তো বলতিস না!"
-"বলতাম...কবে জানি না, কিন্তু বলতাম..."
-"বুঝলাম। কিন্তু দীপ্তবাবু, কাল যে আমি আসছিইই!"
-"মানে? এইজন্য বলতে চাইনি তোকে। খিল্লিবাজ মেয়ে একটা।"
-"কাকু মুন্নার দোকান থেকে মাটন কিনেছেন আজ এক কেজি। আমি পাশের দোকানে গেছিলাম। উফ, কাল কাকিমা মাটন বানাবেন, আমি যাবই যাব। কাকুকে বলে দিয়েছি। "
-"বাই! গুড নাইট!"
-"এই শোন, শোন। নিজেকে এত ইম্পর্ট্যান্ট ভাবিস কেন তুই?"
-"মানে?"
-"তুই ছাড়াও তো বাড়িতে আরও লোকজন আছে, নাকি? কাল আমি তীর্থদাকে ফোঁটা দিতে যাব। তোকে এজন্যই পিং করলাম। হয় সকাল সকাল কেটে পড়বি, নইলে কাকু-কাকিমাকে আমার ব্যাপারে জানিয়ে দিবি। নইলে কিন্তু ফোঁটা দিতে হবে আমাকে।"
-"আর আমার মাটন?"
-"বাইরে মাটন বিরিয়ানি সাঁটিয়ে নিস.."
-"পারলাম না... তারচেয়ে..."
-"তারচেয়ে?"
-"গোলাপ দিয়ে তো প্রোপোজ করতে পারলাম না, নলির হাড় দিয়েই প্রোপোজ করব কাল। ফর্ম্যালি!"
-"ধ্যাত!"
-"উফ! ঝগড়ুটিটা আবার লজ্জাও পায়!"
-"কাল দেখা হচ্ছে..."
-"উইথ নলির হাড়..."

Like Reply


Messages In This Thread
RE: কিছু মনের সত্যি কথা - by ddey333 - 08-11-2021, 01:54 PM



Users browsing this thread: 25 Guest(s)