06-11-2021, 04:13 PM
৪
বেল বাজানোর আগেই দরজা খুলে দাঁড়িয়েছিল সুনয়না। অর্কর ট্যাক্সিটা দোতলার টেরেস গার্ডেন থেকে দেখেছিল।
সুনয়নাকে দেখে অর্কই প্রথম কথাটা বলল,
“এবার কলকাতা থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না রে... আর তোর থেকেও না... খুব জ্বালাবো কিন্তু... তৈরী থাকিস।”
সুনয়না কিচ্ছু না বলে জড়িয়ে ধরেছিল অর্ককে। আস্তে করে বলেছিল “যত খুশি জ্বালাস... জ্বলব...”
দরজার কাছে প্রায় দু তিন মিনিট জড়িয়ে চেপে ধরে দাঁড়িয়ে ছিল দুজনে... প্রায় একবছর পরে দেখা দুই হরিহর আত্মা অসমলিঙ্গ বন্ধুর... এরকম আচরন খুব একটা অস্বাভাবিক নয়... উল্টোদিকের ফ্ল্যাটের দরজাটা খুলে কাজের মাসি যদি না বেরতো তাহলে কতক্ষন দাঁড়িয়ে থাকত কে জানে...?
সুনয়নার ঘরে ঢুকলেই বোঝা যায় এটি একটি শিল্পীর ঘর... ফ্ল্যাটের দরজা খুলে ঢুকলেই একটা বাঁদিকে একটা বড় ড্রইংরুম, ড্রইংরুমের সোজাসুজি দুটো দরজা.... একটা বাথরুমের আরেকটা সুনয়নার স্টুডিও... ডানদিকে সুন্দর সাজানো ছিমছাম একটা কিচেন। অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা সমেত। আর বাঁ দিকে ড্রয়িংরুমটার শেষে ডানদিকে একটা দরজা, টেরেস গার্ডেনে যাওয়ার জন্য... সবগুলো ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে অর্ক। যত দেখে তত মুগ্ধ হয়। সুনয়নার স্টুডিওতে অসাধারন কতগুলো নতুন ছবি দেখতে পায়। একটা ছবি খুব ভালো লাগে অর্কর, একজন ৬০ ৭০ বছরের মহিলা একটা কোলাপসিবল গেটের দুটো শিক দুহাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছেন... দৃষ্টি ওপরের দিকে।
ছবিটাতে মহিলার চোখদুটো দেখে কেন জানিনা মায়ের কথা মনে পড়ে গেল অর্কর... সেই জন্যই বোধহয় বেশি ভালো লাগল ছবিটা... বাকি ছবিগুলোও খুঁটিয়ে দেখে, নিজের মতামত দেয়, সমালোচনাও করে। অর্কর সমালোচনা সবসময়ই খুব ভালো ভাবে গ্রহন করে সুনয়না... অর্ক সত্যিই ছবি খুব ভালো বোঝে...
কফি খেতে খেতে অর্ক আর আটকাতে পারেনা নিজেকে... সকাল থেকে কথাটা কতক্ষনে বলবে সুনয়নাকে বলবে সেই অপেক্ষাই করছিল... সুনয়না অন্যমনস্ক ভাবে কিছু কথা বলছিল... অর্ক তার মাঝেই দুম করে বলে বসল...
“শোননা... এই মালবিকা কিন্তু খুব ভালো বুঝলি? যা ভেবেছিলাম একদমই তা নয়...!”
সুনয়না কফির কাপটা মুখ থেকে নামিয়ে বলে “বাব্বা! এক দেখাতেই মিস মালবিকা রয় থেকে ডাইরেক্ট মালবিকা...” একটু চুপ করে তাকায় অর্কর দিকে...
বেল বাজানোর আগেই দরজা খুলে দাঁড়িয়েছিল সুনয়না। অর্কর ট্যাক্সিটা দোতলার টেরেস গার্ডেন থেকে দেখেছিল।
সুনয়নাকে দেখে অর্কই প্রথম কথাটা বলল,
“এবার কলকাতা থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না রে... আর তোর থেকেও না... খুব জ্বালাবো কিন্তু... তৈরী থাকিস।”
সুনয়না কিচ্ছু না বলে জড়িয়ে ধরেছিল অর্ককে। আস্তে করে বলেছিল “যত খুশি জ্বালাস... জ্বলব...”
দরজার কাছে প্রায় দু তিন মিনিট জড়িয়ে চেপে ধরে দাঁড়িয়ে ছিল দুজনে... প্রায় একবছর পরে দেখা দুই হরিহর আত্মা অসমলিঙ্গ বন্ধুর... এরকম আচরন খুব একটা অস্বাভাবিক নয়... উল্টোদিকের ফ্ল্যাটের দরজাটা খুলে কাজের মাসি যদি না বেরতো তাহলে কতক্ষন দাঁড়িয়ে থাকত কে জানে...?
সুনয়নার ঘরে ঢুকলেই বোঝা যায় এটি একটি শিল্পীর ঘর... ফ্ল্যাটের দরজা খুলে ঢুকলেই একটা বাঁদিকে একটা বড় ড্রইংরুম, ড্রইংরুমের সোজাসুজি দুটো দরজা.... একটা বাথরুমের আরেকটা সুনয়নার স্টুডিও... ডানদিকে সুন্দর সাজানো ছিমছাম একটা কিচেন। অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা সমেত। আর বাঁ দিকে ড্রয়িংরুমটার শেষে ডানদিকে একটা দরজা, টেরেস গার্ডেনে যাওয়ার জন্য... সবগুলো ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে অর্ক। যত দেখে তত মুগ্ধ হয়। সুনয়নার স্টুডিওতে অসাধারন কতগুলো নতুন ছবি দেখতে পায়। একটা ছবি খুব ভালো লাগে অর্কর, একজন ৬০ ৭০ বছরের মহিলা একটা কোলাপসিবল গেটের দুটো শিক দুহাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছেন... দৃষ্টি ওপরের দিকে।
ছবিটাতে মহিলার চোখদুটো দেখে কেন জানিনা মায়ের কথা মনে পড়ে গেল অর্কর... সেই জন্যই বোধহয় বেশি ভালো লাগল ছবিটা... বাকি ছবিগুলোও খুঁটিয়ে দেখে, নিজের মতামত দেয়, সমালোচনাও করে। অর্কর সমালোচনা সবসময়ই খুব ভালো ভাবে গ্রহন করে সুনয়না... অর্ক সত্যিই ছবি খুব ভালো বোঝে...
কফি খেতে খেতে অর্ক আর আটকাতে পারেনা নিজেকে... সকাল থেকে কথাটা কতক্ষনে বলবে সুনয়নাকে বলবে সেই অপেক্ষাই করছিল... সুনয়না অন্যমনস্ক ভাবে কিছু কথা বলছিল... অর্ক তার মাঝেই দুম করে বলে বসল...
“শোননা... এই মালবিকা কিন্তু খুব ভালো বুঝলি? যা ভেবেছিলাম একদমই তা নয়...!”
সুনয়না কফির কাপটা মুখ থেকে নামিয়ে বলে “বাব্বা! এক দেখাতেই মিস মালবিকা রয় থেকে ডাইরেক্ট মালবিকা...” একটু চুপ করে তাকায় অর্কর দিকে...