05-11-2021, 10:36 PM
(05-11-2021, 09:57 PM)Jupiter10 Wrote: অসাধারণ।দারুন ছন্দের সঙ্গে লেখা হয়েছে কবিতাটা। নির্জন ঝিলের ধারে বসে মাছ ধরলে মনে এইরকম দৃশ্যে উদ্রেক হয় অনেক সময়। এই বুঝি কোনো অপার্থিব বস্তু না বেরিয়ে আসে জলের তলা থেকে।দাঁত বের করে কামড়ে না নিয়ে চলে যায় জলের তলে। আফসোস কবিতাটা আর একটু বড় হলে ভালো হতো।
(05-11-2021, 10:23 PM)Jupiter10 Wrote: এই কবিতা আমার আগের কবিতা থেকে বেশি ভালো লেগেছে। পূর্ণ দক্ষতার সঙ্গে লেখা হয়েছে কবিতাটা। পড়ার পরে মনে অসমাপ্ত ভাব লাগেনি। কল্পনায় পূর্ণিমার রাতে অজয় নদীর চিকমিক জলের কথা ভাবছি। আর আপনার কবিতার লাইন মিশিয়ে শিহরিত হচ্ছি।
দু'টি কবিতার ক্ষেত্রে আপনি যেভাবে analysis করলেন, তার জন্য আমি যারপরনাই আপ্লুত।
ভালো থাকবেন