05-11-2021, 10:23 PM
(09-10-2021, 04:24 PM)Bumba_1 Wrote:
অজয় নদীর বাঁকে
- বুম্বা -
কি যেন এক থাকেঅজয় নদীর বাঁকে,সবাই জানে জ্যোৎস্না রাতেগলা ছেড়ে সে ডাকে।
চাঁদের সাথে দোস্তি যারজলে চলে মস্তি তার,দিনের বেলায় হাজার খোঁজকেউ পাবে না তাকে।
কেউ বা বলে 'মগর মাছ'কেউ বা বলে 'হিপো'কেউ বা বলে 'শাকচুন্নি'... 'শয়তানেরই ডিপো'।
সন্ধ্যে হলেইগা ছমছম ..শব্দ করেদম দমা দম।
অন্ধকারে দু'চোখ জ্বলেজোনাক পোকার ঝাঁকে,সত্যি বলছি, আজও কিন্তুকেউ দেখেনি তাকে।
(সমাপ্ত)
এই কবিতা আমার আগের কবিতা থেকে বেশি ভালো লেগেছে। পূর্ণ দক্ষতার সঙ্গে লেখা হয়েছে কবিতাটা। পড়ার পরে মনে অসমাপ্ত ভাব লাগেনি। কল্পনায় পূর্ণিমার রাতে অজয় নদীর চিকমিক জলের কথা ভাবছি। আর আপনার কবিতার লাইন মিশিয়ে শিহরিত হচ্ছি।