05-11-2021, 09:57 PM
(04-11-2021, 03:11 PM)Bumba_1 Wrote:
নবীন মাস্টার
- বুম্বা -
নবীনমাধব করঝিলের ধারে ঘর,কারোর সাথে ভাব নেই যারএকা থাকাই পছন্দ তার।
ঝিলের জলে ভেসে চলেহরেক রকম মাছ,ছিপ ফেলে ঠায় বসে থাকে -কপালে তার ভাঁজ।
মাস্টারি তার পেশামাছ ধরা তার নেশা,অন্ধকারে ভুত যেন সেহুমরি খেয়ে আছে বসে।
কানগুলো তার কুলোর মতোচোখ যেন আগুনের ভাটা,দেখতে পেলেই বাচ্চা ছেলেচোখ দিয়ে সে খায় যে গিলে।
যেই না দেখে ছোট্ট ছেলেলাফ দিয়ে সে ছিপ'টা ফেলে,বাগিয়ে কাপড় বলে উঠে.. ধঁঁর ধঁর ধঁর ..
(ব্যক্তিগত জীবনের সত্য ঘটনা অবলম্বনে)
অসাধারণ।দারুন ছন্দের সঙ্গে লেখা হয়েছে কবিতাটা। নির্জন ঝিলের ধারে বসে মাছ ধরলে মনে এইরকম দৃশ্যে উদ্রেক হয় অনেক সময়। এই বুঝি কোনো অপার্থিব বস্তু না বেরিয়ে আসে জলের তলা থেকে।দাঁত বের করে কামড়ে না নিয়ে চলে যায় জলের তলে। আফসোস কবিতাটা আর একটু বড় হলে ভালো হতো।