05-11-2021, 11:22 AM
(This post was last modified: 05-11-2021, 11:23 AM by Sanjay Sen. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-11-2021, 11:14 AM)Baban Wrote: তুমি ভার্জিনিয়া বুলস বাবুর ওই লেখা পড়ে বলেছিলে উনি হইত তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারতো কারণ আমি বা কামনাগল্প বাবু নাকি অক্ষম. এবারে আমি বলি তোমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেনা.. কারণ জানো? তুমি মনে ঠিকই করে রেখেছো / ভেবে নিয়েছো সেক্স অতি বাজে কুরুচিকর জিনিস..... এই সেক্স এর জন্য কত খারাপ কাজ হয়, ছাড়াছাড়ি খুন, ধর্ষ** হয়ে যায়. এই গল্পেই দেখোনা..... লোভী পুরুষ দুটোর চোখে নন্দিনী সুন্দরী নারী মাংস আবার খেলার পুতুল. শুধুই ভোগের বস্তু. সেইদিক থেকে তুমি অবশ্যই ঠিক. সেক্স খারাপ... আবার যখন এই সেক্সই এক নারীকে পূর্ণতা দেয় অর্থাৎ মাতৃত্বের স্বাদ... তার থেকে পবিত্র কি হতে পারে? মায়ের চোখে জল এসে যায় নিজের বাবুসোনাকে প্রথম দেখে. এক পুরুষ হয়ে ওঠেন পিতা. এবারে নতুন জীবনের যাত্রা শুরু.
এবারে বলি পরবর্তী প্রজন্ম সৃষ্টি কেন করবেনা? এগিয়ে না গেলে তো মনুষ্য জাতীয় ডাইনোসর এর মতো একটা সময় বিলুপ্ত হয়ে যাবে. অবশ্য ওসব ভেবে কেউ সেক্স করেনা. তারা করে কামসুখ ও নিজের বংশ এগোতে. নইলে অগ্রগতি হবে কিকরে? তাই শয়তান লোকেদের কাছে সেক্স হলো নোংরা নিষিদ্ধ মজা আর সাধারণ মানুষের কাছেও মজা অবশ্যই আবার জীবনের শ্রেষ্ট উপহার পাওয়ার উপায়.
তাই সেক্স এর দোষ নয়.. দোষ মানুষের. সে কিভাবে সেক্স পেতে চায়? বলপূর্বক নারী ভোগে? নাকি ভালোবাসার চরম অনুভূতি উপলব্ধি করতে.
এমন অনেক নারী পুরুষ আছে সন্তান লাভ না করলেও একে ওপরের সাথ ছাড়েনা কখনো আবার অনেক পিতামাতা আছে সহজেই আলাদা হয়ে যান. এটা পুরোটাই আমাদের ওপর.
তাই আবারো বলি - সেক্স রিপু নিজ নিয়ন্ত্রণে রাখলে সেটি দারুন জিনিস. ফ্যান্টাসিও থাকতেই পারে কিন্তু সেক্স বলপূর্বক হলে তা জঘন্য.
এই বক্তব্যের সঙ্গে আমি 100% সহমত। আসলে অবস্থার পরিপ্রেক্ষিতে সেক্সের সংজ্ঞা পাল্টে যায়।
এই যেমন ধরো সুপ্রিয়া বা নন্দিনী তার স্বামীর সঙ্গে রতি ক্রিয়ায় লিপ্ত হলে তার সংজ্ঞা এক রকম হবে। আবার কালু , জামাল বা ভবেশ কুন্ডু এবং রাজাবাবুর সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হলে তার সংজ্ঞা অন্য রকম হবে।
আর পরবর্তী প্রজন্মের সৃষ্টি না হলে তোমার অস্তিত্ব লুপ্ত হবে।