04-11-2021, 01:11 PM
যদিও বলবোনা ভেবেছিলাম কিন্তু আপনার কাছে আশকারা পেয়ে বলে দেই....জুপিটার দার গল্পের সাথে আমার পরিচয় সুন্দর শহরের ঝাপসা আলো দিয়ে।নেশার মতো গল্পটা আমাকে তাড়িয়ে বেড়িয়েছে।আমার জীবনে পড়া সেরা গল্প গুলোর একটি ছিল ঐটা।কিন্তু যখন থেকে গল্পটা দাদা অন্য একজনের সাথে মিশে লেখতে শুরু করল তখন থেকেই গল্পটা থেকে আগ্ৰহ হারিয়ে ফেলি।বিশ্বাস করুন খুব কষ্ট পেয়েছিলাম গল্পটার এমন অবস্থা দেখে।বড় একটা কমেন্ট ও লিখে ফেলেছিলাম।কিন্তু পোস্ট করতে গিয়ে দেখি অনেকে গল্পটি পুনরায় চালু হয়েছে দেখে খুব খুশি।কেউ সমালোচনা করলেই তাকে তীর্যক মন্তব্য করছে।তাই আর কমেন্ট করিনি আর ঐ গল্পের কাছেও যাইনি।সবার পছন্দ তো আর এক নয়।...
ঐটার পর মনে হয় কিছু গল্প অসমাপ্ত রাখাই ভালো যেন তেন ভাবে শেষ করার চাইতে।পাঠক নিজের মনের মতো কল্পনা করে নেবে।....
ঐটার পর মনে হয় কিছু গল্প অসমাপ্ত রাখাই ভালো যেন তেন ভাবে শেষ করার চাইতে।পাঠক নিজের মনের মতো কল্পনা করে নেবে।....