03-11-2021, 09:15 PM
একজনের ভূতুড়ে অভিজ্ঞতাকে কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে।তাও আবার ছন্দ নিয়ে। নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখেন কবি মশাই। ভুতের গল্প পড়ে থাকলেও কবিতা এই প্রথম তাও আবার সিরিয়াস ভূতের কবিতা। বিশেষ করে দাদুর অংশটা দুবার পড়লাম। দ্বিতীয়বার ভয় পাওয়াবে বৈকি।
"ধুর ছাই কেন এলাম একা?
আমি সত্যিই আস্ত বোকা"
আমি সত্যিই আস্ত বোকা"
"[b]তবু একটা কথা মানতেই হয়
সবচেয়ে সেরা হলো ভুতেরই ভয়!"[/b]
সবচেয়ে সেরা হলো ভুতেরই ভয়!"[/b]
সেরা লাইন