02-11-2021, 11:57 AM
রাতে বারান্দায় গিয়ে মিলিরা আমার সামনে অনেক গল্প করল। আজকে কোচিঙের অনুষ্ঠানে ওদের সেই রিমন ভাই আসে নি। তাই নিয়ে দুজনেই খুব মনোকষ্টে আছে বা ছিল। আমি শুধু শুনে গেলাম। অনেকদিন ওদের কথাগুলো এনালাইসিস করেছি পরে। এখন মনে হয় ওরা দুজনেই সেই সময় সেক্সুয়ালী খুব স্টার্ভড অবস্থায় ছিল, যে কারনে নানা রকম ফন্দি ফিকির থাকতো ওদের মাথায়।
বিকট শব্দে রাস্তার মোড়ের ট্রান্সফরমারটা বার্স্ট হয়ে গেলো, সাথে সাথে কারেন্ট গিয়ে বাসাটা পুরো অন্ধকার। মিলি বললো, কি হলো রে?
আমি উঠে গিয়ে তখন আমার বিছানার সাথের জানালাটা দিয়ে দেখছি কি হচ্ছে। ফুলকি দিয়ে আগুন বের হচ্ছিল ইলেকট্রিক পোস্টটা থেকে। সবসময় কেন যেন বৃষ্টির অনেক পরে ট্রান্সফরমার বার্স্ট হয়? এ মুহুর্তে কোন বৃষ্টি নেই। আরেক রাউন্ড আসছে টের পাচ্ছি। এগুলোর সাথে পিডিবির ঘুষখোর লোকজন জড়িত। সম্ভবত কোন সুইচ টিপে ইচ্ছা করে বার্স্ট করানো হয়েছে। জিয়ার আমল থেকে দুর্নীতির যে প্রাতিষ্ঠানিকিকরন হয়েছে, প্রত্যেক পদে অযোগ্য পাকিস্তানপন্থি লোকজনের আনাগোনা। ঐ সময় বাংলাদেশে রাজাকারদের বড় বাড় বাড়ন্ত ছিল। জিয়ার মন্ত্রিসভা বা প্রথম খালেদা জিয়ার মন্ত্রীসভার অর্ধেকের বেশী লোক একাত্তরে সরাসরি বাংলাদেশের বিপক্ষে ছিল। এই যদি হয় অবস্থা, দেশে ঘুষ দুর্নীতি হবে না কোন দুঃখে। বাংলাদেশের জন্য এদের মায়া থাকবে কেন? মিলি আর উর্মি দৌড়ে এল আমার রুমে। নীচে মোড়ে তামাশা দেখতে জনাদশেক লোক জমে গেছে। উর্মি বললো, ওরে বাবা, আগুন জ্বলছে দেখি। তাহলে আর আজকে কারেন্ট আসবে না। পুরো আকাশ কালো থমথমে হয়ে আছে। আবার বৃষ্টি হবে।
বিকট শব্দে রাস্তার মোড়ের ট্রান্সফরমারটা বার্স্ট হয়ে গেলো, সাথে সাথে কারেন্ট গিয়ে বাসাটা পুরো অন্ধকার। মিলি বললো, কি হলো রে?
আমি উঠে গিয়ে তখন আমার বিছানার সাথের জানালাটা দিয়ে দেখছি কি হচ্ছে। ফুলকি দিয়ে আগুন বের হচ্ছিল ইলেকট্রিক পোস্টটা থেকে। সবসময় কেন যেন বৃষ্টির অনেক পরে ট্রান্সফরমার বার্স্ট হয়? এ মুহুর্তে কোন বৃষ্টি নেই। আরেক রাউন্ড আসছে টের পাচ্ছি। এগুলোর সাথে পিডিবির ঘুষখোর লোকজন জড়িত। সম্ভবত কোন সুইচ টিপে ইচ্ছা করে বার্স্ট করানো হয়েছে। জিয়ার আমল থেকে দুর্নীতির যে প্রাতিষ্ঠানিকিকরন হয়েছে, প্রত্যেক পদে অযোগ্য পাকিস্তানপন্থি লোকজনের আনাগোনা। ঐ সময় বাংলাদেশে রাজাকারদের বড় বাড় বাড়ন্ত ছিল। জিয়ার মন্ত্রিসভা বা প্রথম খালেদা জিয়ার মন্ত্রীসভার অর্ধেকের বেশী লোক একাত্তরে সরাসরি বাংলাদেশের বিপক্ষে ছিল। এই যদি হয় অবস্থা, দেশে ঘুষ দুর্নীতি হবে না কোন দুঃখে। বাংলাদেশের জন্য এদের মায়া থাকবে কেন? মিলি আর উর্মি দৌড়ে এল আমার রুমে। নীচে মোড়ে তামাশা দেখতে জনাদশেক লোক জমে গেছে। উর্মি বললো, ওরে বাবা, আগুন জ্বলছে দেখি। তাহলে আর আজকে কারেন্ট আসবে না। পুরো আকাশ কালো থমথমে হয়ে আছে। আবার বৃষ্টি হবে।