02-11-2021, 11:20 AM
একের পর এক প্রশ্ন - এই তুমি কোথায় যাচ্ছো ?
তোমার গুড বাই বলার ধরনটা একটু অন্য রকম ।
জীবন থেকে পালিয়ে যাচ্ছোনা তো ?
কি হয়েছে তোমার ?
প্রেমীকা ধোকা দিয়েছে ?
সুইসাইড করার কথা ভাবছোনা তো ?
আমি আশ্চর্য হয়ে গেলাম, আগে যেটুকু কথা হয়েছে,, -হায়, হ্যালো, কেমন আছো, ভালো আছি ব্যাস এইটুকুই । এর পরের কথার কখনই উত্তর পাইনি, আর আজ ! সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে হুঁ লিখে সেন্ড করে ফেলেছি,,
আবার শুরু হয়ে গেল -
এ মা তুমি কি বোকা ।
এই সামান্য কারনে কেউ সুইসাইড করে নাকি ?
বছরের ঋতু পরিবর্তনের মতই প্রেমীক প্রেমীকারা আসে আর যায়, ছাড়ো ওসব কথা, তুমি চাইলে আমাকে ভালোবাসতে পারো । আমাকে দেখতেও খুব খারাপ নয় । কথা দিচ্ছি মৃত্যুর আগে পর্যন্ত বেইমানি করবোনা ।
এবার আমি একটু ঝেরে কাশলাম । সংক্ষেপে আমার সব সমস্যা গুলো বললাম।
সব শুনে যে কথা গুলো বলল, -
তুমি একজন বীর যোদ্ধা, তোমার লড়াইয়ের উপরে আরো তিন তিনটি প্রাণীর বাঁচা মরা নির্ভর করছে । তুমি নিশ্চিত যানবে, তোমার জীবনে যখন ঘনো অন্ধকার, ঠিক তার পরেই ভগবান তোমার জন্য একটি সুন্দর সকাল রচনা করে রেখেছেন ।
আরে বোকা ভগবান এভাবেই পরিক্ষা নেন, তোমাকে যে উত্তির্ন হতেই হবে।
কথা শেষ হতেই বিথীর একটা সেলফি ভেসে উঠলো মবাইলের স্ক্রিনে । আমাকে ছুঁয়ে কথা দাও এ লড়াইটা তুমি লড়বে। আমার ভালবাসার দিব্বি, এ লড়াই তোমাকে জিততেই হবে।
বিছানার উপর মোবাইলটা রাখা, পর পর লেখাগুলো ফুটে উঠছে, মনে মনে লেখাগুলো আউরে যাচ্ছি । কি উত্তর দেব কিছু ভেবে পাচ্ছিনা। হাতের আঙুল গুল যেন অসার হয়ে গেছে,,
আবার – কি হল কিছু তো বল ।
অনেক কষ্টে টাইপ করলাম, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই,
বিথী - হাঁ নিশ্চই, বল কবে কোথায় দেখা করতে চাও,,?
বললাম - কাল বিকেল পাঁচটায় বাবুঘাটে নদীর ধারের পার্কে ।
বিথী - তুমি ঠিক আসবে তো ? তোমার নংটা দাও যদি তোমার আসতে দেরি হয়। আমি কিন্তু অপেক্ষা করবো ।
বললাম - হাঁ ঠিক আসবো,, সঙ্গে ফোননং টাও টাইপ করে দিলাম ।
বিথী - তাহলে এখন ভালছেলের মত ফোন রেখে ঘুমিয়ে পরো, কাল তাহলে আমাদের দেখা হচ্ছে ।
Good night Sweet dreams..বলে অফলাইন হয়েগেল । আমিও ফোন বন্ধ করলাম ।
ভাবতে লাগলাম, কে এই বিথী ?
তা সে যেই হোক, ওর কয়েকটা কথায় জীবনের সিদ্ধান্তটাই পাল্টে গেল ।
থেমে যাওয়া গাড়ি যেন নতুন করে আবার গতি ফিরে পেলো ।
আর প্রীয়া সেও তো একটা মেয়ে, কত তফাৎ দুজনের মধ্যে। কখন যেন ঘুমিয়ে পড়লাম।
তোমার গুড বাই বলার ধরনটা একটু অন্য রকম ।
জীবন থেকে পালিয়ে যাচ্ছোনা তো ?
কি হয়েছে তোমার ?
প্রেমীকা ধোকা দিয়েছে ?
সুইসাইড করার কথা ভাবছোনা তো ?
আমি আশ্চর্য হয়ে গেলাম, আগে যেটুকু কথা হয়েছে,, -হায়, হ্যালো, কেমন আছো, ভালো আছি ব্যাস এইটুকুই । এর পরের কথার কখনই উত্তর পাইনি, আর আজ ! সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে হুঁ লিখে সেন্ড করে ফেলেছি,,
আবার শুরু হয়ে গেল -
এ মা তুমি কি বোকা ।
এই সামান্য কারনে কেউ সুইসাইড করে নাকি ?
বছরের ঋতু পরিবর্তনের মতই প্রেমীক প্রেমীকারা আসে আর যায়, ছাড়ো ওসব কথা, তুমি চাইলে আমাকে ভালোবাসতে পারো । আমাকে দেখতেও খুব খারাপ নয় । কথা দিচ্ছি মৃত্যুর আগে পর্যন্ত বেইমানি করবোনা ।
এবার আমি একটু ঝেরে কাশলাম । সংক্ষেপে আমার সব সমস্যা গুলো বললাম।
সব শুনে যে কথা গুলো বলল, -
তুমি একজন বীর যোদ্ধা, তোমার লড়াইয়ের উপরে আরো তিন তিনটি প্রাণীর বাঁচা মরা নির্ভর করছে । তুমি নিশ্চিত যানবে, তোমার জীবনে যখন ঘনো অন্ধকার, ঠিক তার পরেই ভগবান তোমার জন্য একটি সুন্দর সকাল রচনা করে রেখেছেন ।
আরে বোকা ভগবান এভাবেই পরিক্ষা নেন, তোমাকে যে উত্তির্ন হতেই হবে।
কথা শেষ হতেই বিথীর একটা সেলফি ভেসে উঠলো মবাইলের স্ক্রিনে । আমাকে ছুঁয়ে কথা দাও এ লড়াইটা তুমি লড়বে। আমার ভালবাসার দিব্বি, এ লড়াই তোমাকে জিততেই হবে।
বিছানার উপর মোবাইলটা রাখা, পর পর লেখাগুলো ফুটে উঠছে, মনে মনে লেখাগুলো আউরে যাচ্ছি । কি উত্তর দেব কিছু ভেবে পাচ্ছিনা। হাতের আঙুল গুল যেন অসার হয়ে গেছে,,
আবার – কি হল কিছু তো বল ।
অনেক কষ্টে টাইপ করলাম, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই,
বিথী - হাঁ নিশ্চই, বল কবে কোথায় দেখা করতে চাও,,?
বললাম - কাল বিকেল পাঁচটায় বাবুঘাটে নদীর ধারের পার্কে ।
বিথী - তুমি ঠিক আসবে তো ? তোমার নংটা দাও যদি তোমার আসতে দেরি হয়। আমি কিন্তু অপেক্ষা করবো ।
বললাম - হাঁ ঠিক আসবো,, সঙ্গে ফোননং টাও টাইপ করে দিলাম ।
বিথী - তাহলে এখন ভালছেলের মত ফোন রেখে ঘুমিয়ে পরো, কাল তাহলে আমাদের দেখা হচ্ছে ।
Good night Sweet dreams..বলে অফলাইন হয়েগেল । আমিও ফোন বন্ধ করলাম ।
ভাবতে লাগলাম, কে এই বিথী ?
তা সে যেই হোক, ওর কয়েকটা কথায় জীবনের সিদ্ধান্তটাই পাল্টে গেল ।
থেমে যাওয়া গাড়ি যেন নতুন করে আবার গতি ফিরে পেলো ।
আর প্রীয়া সেও তো একটা মেয়ে, কত তফাৎ দুজনের মধ্যে। কখন যেন ঘুমিয়ে পড়লাম।