02-11-2021, 10:23 AM
(This post was last modified: 02-11-2021, 10:24 AM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
আব্বা আরও টুকটাক কথা বললো। অনেস্টলী আব্বা নিজেও মহা বিরক্ত। নানার হার্ট এটাকে আব্বা কোন দুঃখ পেয়েছে বলে মনে হয় না। কিন্তু উর্মি এসে থাকবে শোনার পর আব্বার কোন কথা আর মাথায় ঢুকলো না। আমি ঘরে চলে এলাম। এক সোফায় তিনজন গাদাগাদি হয়ে সেই ফিসফাস গল্প চলছে। কতবড় হৃদয়হীন হলে ঘরের এই শোকাবহ পরিবেশে মানুষ হাসাহাসি করতে পারে, উর্মি আর মিলিকে না দেখলে বোঝার উপায় নেই। আমি পাশ দিয়ে কয়েকবার হেঁটে গেলাম। নাহ! উর্মি একবার কেমন আছ বলার প্রয়োজন বোধ করল না। ওরা জনৈক রিমন ভাইকে নিয়ে ভীষন গল্পে মগ্ন। পরে জেনেছিলাম এই রিমন হচ্ছে কোচিং এর টিচার, বুয়েটের ছাত্র। তারসাথে একতরফা প্রেমে মিলি উর্মি দুজনেই হাবুডুবু খাচ্ছে। বহু বছর পরে আমি যখন বুয়েটে ঢুকে কোচিং সেন্টারে ক্লাস নিতাম, ছাত্রীদের মধ্যে মিলি উর্মিকে অনেক খুঁজেছি, কখনও পাই নি। কে জানে কোন তানিম তখন বাসায় বসে মাথা খুঁড়ছে।