02-11-2021, 10:22 AM
বৃহস্পতিবার কলেজ শেষ করে ভারী ব্যাগটা নিয়ে বাসায় ঢুকলাম। আম্মা অফিস থেকে আগেই চলে এসেছে, কান্নাকাটি চলছে। নানা হার্ট এটাক করেছে। আব্বাও চলে এল কিছুক্ষন পর। আম্মা নানাবাড়িতে ফোনে কথা বলল অনেকক্ষন, বললো আজ রাতেই যেতে হবে। নানা যদি মরে যায়।
আব্বা অনেক বোঝানোর চেষ্টা করলো একবার হার্ট এটাকে নানা মরে যাবে না, আর এখন উনি হাসপাতালে ভালো বোধ করছেন, ডাক্তাররাও বলেছে এ যাত্রা সমস্যা নেই। তবুও আম্মা যাবেনই, আজ রাতেই। নানী ফোনে বললেন, তাড়াহুড়া করে আসার দরকার নেই। নানাজান এখন ভালো বোধ করছেন, কথাবার্তা বলতে পারছেন। আম্মার সাথে না পেরে আব্বা ডিসিশন নিলেন রাতের নাইট কোচে যশোর যাবে আব্বা আম্মা।
যেহেতু মিলি আছে, আমার যাওয়ার দরকার নেই। কাল রাতেই আবার ফিরে আসবেন। পাশের ফ্ল্যাটে আব্বার বন্ধু আফসার কাকা থাকে সুতরাং
সমস্যা নেই আমাদের।
জার্নির জন্য ব্যাগট্যাগ গোছানো হচ্ছে। আফসার আন্টি (স্নিগ্ধার মা) আর স্নিগ্ধা আমাদের বাসায়। আন্টি আম্মাকে স্বান্তনা দিয়ে যাচ্ছেন।
গোলযোগে আমার খারাপ লাগছিল না। নানা বাড়ি ঘুরে আসতে পারলে ভাল হত। মর্জিনার সাথে এ বছর দেখা হয় নি। আবার মিলিকে ছেড়ে দুরে যেতেও মন চাইছে না। আড়চোখে মিলিকে অনেকবার দেখে নিলাম। মিলিফু আসলে ভালই দেখতে, অথচ আগে কখনও এরকম মনে হয় নি।
আব্বার সাথে কি যেন কথা বলছে। রাতে মিলিফু আর আমি একা বাসায় থাকবো ভাবতেই শিরশিরে একটা অনুভুতি মেরুদন্ড দিয়ে বয়ে গেল। যত সময় যাচ্ছে তত হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগল। স্নিগ্ধা আর মিলি কি যেন ফিসফিস করে গল্প করে যাচ্ছে সেই শুরু থেকে। একটু পর পর চাপা স্বরে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে স্নিগ্ধা। সত্যি মেয়েদেরকে আমার ভাল লাগে কিন্তু আমি ওদের ঘৃনাও করি। ওদের হাসিগুলো মনে হচ্ছিল পুরো পরিবেশকে যারপরনাই তাচ্ছিল্য করে যাচ্ছে। বারান্দা থেকে রাস্তা দেখছিলাম। একটা রিকশা এসে থামলো, উর্মি নামছে! রিকশাওয়ালাকে ভাড়ার টাকা দিল। রিকশাওয়ালা কি ওর হাতটা একটু ধরে নিল? না উর্মিই ধরতে দিল। ঈর্ষার একটা দমক জ্বলে উঠল আমার মাথায়। উর্মি সিঁড়ি বেয়ে উপরে আসছে নিশ্চয়ই, কিন্তু আমি ভেতরে গেলাম না।
আব্বা খুঁজতে খুঁজতে এসে হাজির। কি ব্যাপার তানিম? নানার জন্য মন খারাপ? তোমাকে এখন নিচ্ছি না, বাস জার্নি তোমার সহ্য হবে না। আর আমরা কালকেই চলে আসব। তোমার নানা এখন সুস্থ, চিন্তা করার কিছু নেই। আব্বার কোন ধারনাই নেই আমি কি ভাবছি। সত্যি বলতে নানার হার্ট এটাক আমাকে কোনরকম স্পর্শই করেনি। আব্বার সামনে মন খারাপ ভাব রেখে বললাম, অসুবিধা নেই তোমরা যাও, সকালে পৌছে ফোন দিও। আব্বা বললো, মিলির বান্ধবী এসে তোমাদের সাথে থাকবে। সকালে স্নিগ্ধার মা এসে খাবার দিয়ে যাবে আর পরদিন তো আমরা চলেই আসবো।
আব্বা অনেক বোঝানোর চেষ্টা করলো একবার হার্ট এটাকে নানা মরে যাবে না, আর এখন উনি হাসপাতালে ভালো বোধ করছেন, ডাক্তাররাও বলেছে এ যাত্রা সমস্যা নেই। তবুও আম্মা যাবেনই, আজ রাতেই। নানী ফোনে বললেন, তাড়াহুড়া করে আসার দরকার নেই। নানাজান এখন ভালো বোধ করছেন, কথাবার্তা বলতে পারছেন। আম্মার সাথে না পেরে আব্বা ডিসিশন নিলেন রাতের নাইট কোচে যশোর যাবে আব্বা আম্মা।
যেহেতু মিলি আছে, আমার যাওয়ার দরকার নেই। কাল রাতেই আবার ফিরে আসবেন। পাশের ফ্ল্যাটে আব্বার বন্ধু আফসার কাকা থাকে সুতরাং
সমস্যা নেই আমাদের।
জার্নির জন্য ব্যাগট্যাগ গোছানো হচ্ছে। আফসার আন্টি (স্নিগ্ধার মা) আর স্নিগ্ধা আমাদের বাসায়। আন্টি আম্মাকে স্বান্তনা দিয়ে যাচ্ছেন।
গোলযোগে আমার খারাপ লাগছিল না। নানা বাড়ি ঘুরে আসতে পারলে ভাল হত। মর্জিনার সাথে এ বছর দেখা হয় নি। আবার মিলিকে ছেড়ে দুরে যেতেও মন চাইছে না। আড়চোখে মিলিকে অনেকবার দেখে নিলাম। মিলিফু আসলে ভালই দেখতে, অথচ আগে কখনও এরকম মনে হয় নি।
আব্বার সাথে কি যেন কথা বলছে। রাতে মিলিফু আর আমি একা বাসায় থাকবো ভাবতেই শিরশিরে একটা অনুভুতি মেরুদন্ড দিয়ে বয়ে গেল। যত সময় যাচ্ছে তত হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগল। স্নিগ্ধা আর মিলি কি যেন ফিসফিস করে গল্প করে যাচ্ছে সেই শুরু থেকে। একটু পর পর চাপা স্বরে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে স্নিগ্ধা। সত্যি মেয়েদেরকে আমার ভাল লাগে কিন্তু আমি ওদের ঘৃনাও করি। ওদের হাসিগুলো মনে হচ্ছিল পুরো পরিবেশকে যারপরনাই তাচ্ছিল্য করে যাচ্ছে। বারান্দা থেকে রাস্তা দেখছিলাম। একটা রিকশা এসে থামলো, উর্মি নামছে! রিকশাওয়ালাকে ভাড়ার টাকা দিল। রিকশাওয়ালা কি ওর হাতটা একটু ধরে নিল? না উর্মিই ধরতে দিল। ঈর্ষার একটা দমক জ্বলে উঠল আমার মাথায়। উর্মি সিঁড়ি বেয়ে উপরে আসছে নিশ্চয়ই, কিন্তু আমি ভেতরে গেলাম না।
আব্বা খুঁজতে খুঁজতে এসে হাজির। কি ব্যাপার তানিম? নানার জন্য মন খারাপ? তোমাকে এখন নিচ্ছি না, বাস জার্নি তোমার সহ্য হবে না। আর আমরা কালকেই চলে আসব। তোমার নানা এখন সুস্থ, চিন্তা করার কিছু নেই। আব্বার কোন ধারনাই নেই আমি কি ভাবছি। সত্যি বলতে নানার হার্ট এটাক আমাকে কোনরকম স্পর্শই করেনি। আব্বার সামনে মন খারাপ ভাব রেখে বললাম, অসুবিধা নেই তোমরা যাও, সকালে পৌছে ফোন দিও। আব্বা বললো, মিলির বান্ধবী এসে তোমাদের সাথে থাকবে। সকালে স্নিগ্ধার মা এসে খাবার দিয়ে যাবে আর পরদিন তো আমরা চলেই আসবো।