01-11-2021, 04:20 PM
আমি গাড়িতে বসে নিশ্চিন্ত হলাম একটা স্বস্তির শ্বাস নিয়ে । নয়না কোনো রকমে পরনের শাড়ি দিয়ে ঢেকে তার বুকের লজ্জা নিবারণ করলো । দেখলাম পিছনের আর উল্টো দিকে আরো ৭-৮ টা গাড়ির কেপ্মারি করেছে ওরা আগে । খানিক বাদে গাড়ি সবে চালু করে এগিয়েছি , নয়না ফুঁপিয়ে কেঁদে উঠলো। আমি কোনো কথা বললাম না। মনে খুব আনন্দ হচ্ছে আমার । গাড়িতে টুল বাক্স-এ খামে করে ২০০০ টাকা রেখে দি , যদি বিপদ আপদে কাজে লাগে।
অসহায় হয়ে , অপ্রতিভ দৃষ্টিতে আমায় এক বার দেখে বিরক্তি প্রকাশ করে মুখ জানলার দিকে ঘুরিয়ে রাখলো নয়না, পোশাক সে সংযত করে নিয়েছে অনেক আগেই । ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম " সব কি সোনার ছিল ?"
নয়না উত্তর দিল না। আমিও কথা বাড়ালাম না কারণ আমার জানার দরকারি নেই সে বাঁচছে নাকি মরছে । অন্ধকার রাস্তা আসতে আসতে চেনা হতে শুরু করলো, গাড়ির স্টিয়ারিং এ হাত দিয়ে দিয়ে ।. সেই গলি , সেই শরীর আর সেই অভিশপ্ত জায়গায় আসতেই গাড়ির চাকায় ব্রেক পড়ে গেল নিজের অজান্তে। নয়নার দিকে তাকানোর প্রয়োজন মনে করলাম না আমি । নয়না যে আজ ভীষণ অপমানিত হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বড্ডো ভালো হতো যদি রোজ এই রাস্তায় ওকে আমি নিয়ে যেতে পারতাম ওই পাষণ্ড গুলোর হাতে ছেড়ে দিতে ।
কিন্তু তার আমার প্রতি উপেক্ষা যেন আমার প্রতিশোধের আগুনে ঘি ঢেলে দেবার মত মনে হয় । গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করার ভীষন আওযাজ পেলাম। তাকালাম না ওর দিকে । গাড়ি নিয়েই বেরিয়ে গেলাম আমার নিজের ধর্মশালার দিকে। বাড়ি আমার হলেও কমলি আর ভাজন থাকে । দুজনেই বেটা চাকর । কিন্তু আমায় যত্ন আত্তি করে খুব । ভাজন এর নাম ভজন , কমলি ভাজন ডাকে বলে আমিও ভাজনই ডাকি । আগে চায়ের দোকানেই কাজ করত । রশিদ ভাই এক দিন বলল " যা আজ তোকে মুক্তি দিলাম এই বাবুর বাড়িতে থাকবি খাবি , আর ওখানেই কাজ করবি। কমলি কে ভাজন ভালবাসে। বিয়ে হয় নি । কিন্তু দুজনে এক সাথে থাকে । ওরা দুস্থ ,তাই সমাজের নিয়ম ওদের উপর খাটাই নি আর জোর করে । আমায় দেখে ভাজন ধরফরিয়ে উঠলো। চাবি নিয়ে গেট খুলে গাড়ির চাবি নিয়ে নিল। আমি বিছানায় ঝপাস করে পড়ে বিছানায় গন্ধ খুঁজতে লাগলাম নয়নার ।
অসহায় হয়ে , অপ্রতিভ দৃষ্টিতে আমায় এক বার দেখে বিরক্তি প্রকাশ করে মুখ জানলার দিকে ঘুরিয়ে রাখলো নয়না, পোশাক সে সংযত করে নিয়েছে অনেক আগেই । ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম " সব কি সোনার ছিল ?"
নয়না উত্তর দিল না। আমিও কথা বাড়ালাম না কারণ আমার জানার দরকারি নেই সে বাঁচছে নাকি মরছে । অন্ধকার রাস্তা আসতে আসতে চেনা হতে শুরু করলো, গাড়ির স্টিয়ারিং এ হাত দিয়ে দিয়ে ।. সেই গলি , সেই শরীর আর সেই অভিশপ্ত জায়গায় আসতেই গাড়ির চাকায় ব্রেক পড়ে গেল নিজের অজান্তে। নয়নার দিকে তাকানোর প্রয়োজন মনে করলাম না আমি । নয়না যে আজ ভীষণ অপমানিত হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বড্ডো ভালো হতো যদি রোজ এই রাস্তায় ওকে আমি নিয়ে যেতে পারতাম ওই পাষণ্ড গুলোর হাতে ছেড়ে দিতে ।
কিন্তু তার আমার প্রতি উপেক্ষা যেন আমার প্রতিশোধের আগুনে ঘি ঢেলে দেবার মত মনে হয় । গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করার ভীষন আওযাজ পেলাম। তাকালাম না ওর দিকে । গাড়ি নিয়েই বেরিয়ে গেলাম আমার নিজের ধর্মশালার দিকে। বাড়ি আমার হলেও কমলি আর ভাজন থাকে । দুজনেই বেটা চাকর । কিন্তু আমায় যত্ন আত্তি করে খুব । ভাজন এর নাম ভজন , কমলি ভাজন ডাকে বলে আমিও ভাজনই ডাকি । আগে চায়ের দোকানেই কাজ করত । রশিদ ভাই এক দিন বলল " যা আজ তোকে মুক্তি দিলাম এই বাবুর বাড়িতে থাকবি খাবি , আর ওখানেই কাজ করবি। কমলি কে ভাজন ভালবাসে। বিয়ে হয় নি । কিন্তু দুজনে এক সাথে থাকে । ওরা দুস্থ ,তাই সমাজের নিয়ম ওদের উপর খাটাই নি আর জোর করে । আমায় দেখে ভাজন ধরফরিয়ে উঠলো। চাবি নিয়ে গেট খুলে গাড়ির চাবি নিয়ে নিল। আমি বিছানায় ঝপাস করে পড়ে বিছানায় গন্ধ খুঁজতে লাগলাম নয়নার ।