01-11-2021, 03:55 PM
(01-11-2021, 03:34 PM)Baban Wrote: যেখানে আমার ছিলো মন
সেখানে রেখোনা এ নয়ন
সেই সোনা ঝরা, আকাশের দিকে
আমাকে চাইতে বোলনা।
আমি চাইতে পারবো না,
আমি চাইতে পারবো না
(উপরের লাইনগুলো হটাৎ মনে পড়লো এই পর্ব পড়ার সময়.)
খুব সুন্দর একটা পর্ব. কাহিনী নিজ গতি ও চাহিদা অনিযায়ী নিজ নিয়মে এগিয়ে চলেছে. ভেতরের গুপ্ত অজানা ইচ্ছে আর টান যা এতদিন সূচি নিজেকেও বুঝতেই দেয়নি তা এবারে একটু একটু করে বেরিয়ে আসতে চাইছে. সুমি খুবই অসাধারণ একটা চরিত্র হয়ে উঠছে. আমার কাছে আকাশের বাবা শুরু থেকেই একজন আকর্ষক চরিত্র ছিলই, সেই জায়গায় আরও একটা নাম যোগ হলো সুচির দিদি...... বলতে গেলে মূল নায়ক নায়িকার থেকেও এই চরিত্র গুলো আমার কাছে বেশি আকর্ষক লাগছে...... কারণ সাইড ক্যারেক্টার নিজের দক্ষতা না দেখালে আচ্ছা আচ্ছা হিরো হিরোইনের কিস্সু করার থাকেনা..... তাই তারাও গল্পের প্রধান অংশ.
বর্তমানে গল্প এগিয়ে নিয়ে যেতে সুমি যেভাবে সাহায্য করছে সেটা দুর্দান্ত. ❤
কমেন্ট টা পড়ে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল.... রেপু দিলাম....
আমি একবার একটি মানুষ কে বলেছিলাম.... এই গল্পে সবাই মুখ্য চরিত্র আর এই গল্পে মুখ্য বিষয়টা হলো সুচি আর আকাশের প্রেম....
চতুর্থ পর্ব শেষ... এবার আপনি আপনার কাজে লেগে পড়ুন... মানে এই পর্বের নাম রাখুন
❤❤❤