01-11-2021, 10:52 AM
(01-11-2021, 09:51 AM)Bumba_1 Wrote: আকাশ আর সুচিত্রার মিষ্টি মুহূর্তগুলো বেশ উপভোগ করলাম।
আকাশের প্রতি তার feelings নিয়ে সুচিত্রার মনে এখনো দ্বিধাদ্বন্দ্ব থাকলেও আকাশের attitude বেশ সাবলীল লাগলো। প্রিন্সেপ ঘাটের বেঞ্চিতে বসে ভাইটুর মনে হয় গঙ্গার তাজা বাতাস সেবন করার অভিজ্ঞতা বেশ কয়েকবার হয়েছে। না হলে এইরূপ বর্ণনা এলো কোথা থেকে!
এর বেশি কিছু আর বললাম না, তাহলে বাকিরা কি বলবে!
by the way বেশ কিছু জায়গায় spelling mistake আছে। বরাবরের মতোই যেখানে ৺ দেওয়ার কথা সেখানে দিচ্ছো না আর যেখানে ৺ না দেওয়ার কথা সেখানে দিয়ে দিচ্ছো।
একবার না দুবার না তিনবার প্রিন্সেপ ঘাটে... একবার ব্যারাকপুর এর মঙ্গলপান্ডে পার্কের গঙ্গার ঘাটে.... বাতাস সেবন-ই করেছি
আর বলবেন না... কাল থেকে তিনবার প্রুফ সংশোধন করেছি.... তবুও অটোকারেক্ট আমার পিছন মারলো...
না, না, আপনিও লিখবেন, বাকি সবাই ও লিখবে.... ভিতরের জিনিস এক হলেও বলার ভঙ্গি আলাদা হবে... পড়তে তো ভালোই লাগে
❤❤❤