01-11-2021, 10:48 AM
(01-11-2021, 09:33 AM)The Boy Wrote: প্রতিবারের মতো এবারও অসাধারণ লাগলো! ❤️
অসাধারণ লাগলো জেনে খুশি হলাম....
(01-11-2021, 09:51 AM)The Boy Wrote: একটা ব্যাপার বলি, এই গল্পটা পড়তে পড়তে খুব মনে হত আমারও যদি সুচির মত বন্ধু থাকত, তারপরেই মনে পড়ল ছোটবেলায় বাবার কাজের সূত্রে বর্ধমান থাকতাম, সেখানেই একদিন দেখেছিলাম আমার বয়সী একটি মেয়ে মা বাবার সাথে এসেছে ভাড়া থাকবে। সেই মেয়েটিও সুচির মতন ছিল, সহ্য করতে পারতাম না দুজনকে, ? আবার খেলার জন্য একজনই সাথী ছিল। সুচির মতোই মারত, আবার না দেখলে শান্ত হত না, তো যাই হোক জীবন টা বাস্তব। কলকাতার বাড়িতে থেকে কলেজে পড়ব বলে বাবা নিয়ে চলে আসে, পাকাপাকিভাবে কলকাতাতেই রয়ে যাই, বড় হয়ে একবার গেছিলাম বর্ধমান, তাকে দেখেছিলাম, অত্যন্ত সুন্দরী মাথা ঘুরিয়ে দেবার মত। দুঃখজনক ভাবে তার আমার কথা কিছু মনে ছিল না (কি একটা অসুখ হয়েছিল তার জন্য নাকি) ? আজ লেখাগুলো পড়ে আবার তার কথা মনে পড়ল, কে জানে কোথায় আছে সে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল শুনেছি, লন্ডন বা আমেরিকায় হয়তো বিয়েও হয়ে গেছে! সোশ্যাল সাইটে যে খুঁজব তারও উপায় নেই, ওর ভালো নামটাই জানার চেষ্টা করিনি, দরকার হয় নি, রিম্পি নামেই চিনতাম। যেখানেই থাকুক ভালো থাকুক সে। ? লেখককে আবার ধন্যবাদ জানাই একটুকরো ছোটবেলা ফিরিয়ে দেবার জন্য ❤️
এরকম স্মৃতি সবার জীবনেই একটু আধটু থাকে . ... আর যার থাকে না তার থেকে বড়ো অভাগা এই পৃথিবীতে বিরল.... আমারও একটা স্মৃতি আছে... স্মৃতি হয়েই আছে.... হয়তো এই সুচিত্রাই সেই
মন খুলে কমেন্ট করলেন দেখে রেপু দিলাম
❤❤❤