01-11-2021, 10:08 AM
লায়লা , ইস্তিয়াকের স্ত্রী আমাকে দেখেই দাদা বলে জড়িয়ে ধরল। লায়লা কে আমি বোনের চেয়েও বেশি ভালোবাসি। আমারই কলেজে পড়তো একসময় , তিন বছরের ছোট। আমাকে নিজের দাদার থেকেও বেশি শ্রদ্ধা করে। বিমান , প্রতিষ্ঠা , স্বদেশ সবাই আমার সাবর্ডিনেট । সবাই কে ফেলে নয়না কে একা রেখে আমি বিয়ের ভিড়ে মিশে গেলাম। কারণ আমি জানি কারোর সাথেই অফিসে নয়নার ভালো সম্পর্ক নেই । কেউই তাকে ভালো চোখে দেখে না ওর অহংকার আর রূপের গরিমার জন্য ।বিয়ে বাড়ির দু একটা ছেলে তাকে লাইন মেরে বিরক্ত করা শুরু করলো ।
যে ছেলেটির বিয়ে, সে সুধু ভালো ছেলে না আমার একান্ত , খুব কাছের।
" দাদা আপনি কখন আসলেন, ওরে বৃন্দ কফি নিয়ে আয়, আর পাকোড়ার প্লেট নিয়ে পাঠা এই দিকে।" আশীষ চেচিয়ে উঠলো। বউভাতের সব দায়িত্ব বরের , এমন মনে হলো আমার। আশীষ বিয়ে করেছে মিতালি কে। দুজনেই খুব সুখী একে অপরকে পেয়ে, চুটিয়ে প্রেম করেছে অফিস কামাই করে । দুজনের পরিবার দুজন কে মেনে নিয়েছে শিক্ষিত ভদ্র বলে। আমি অফিসের সবার থেকে একটু দুরে থাকতে চাইলাম। মনের আগুন ধিকি ধিকি করে নেচে যাচ্ছে আমার । আরো যদি বিব্রত করা যায় নয়না কে । একাই বসে রইলো নয়না এক কোনে ।
মাঝে মাঝে মনে গালি চালাবার সময় মনে হচ্ছিলো গাড়ির স্টিয়ারিং ধরে ঢুকিয়ে দি কোনো ট্রাকের নিচে। সংসার না থাকলে আমার যে কি হত কে জানে। ভাবতে ভাবতে ইস্তিয়াকের হাত আমার কাঁধে পড়ল " গুরু আপনার তো লটারি। আসার সময় কিছু হলো "। উত্তর দেওয়ার আগে লায়লা চলে আসলো আর বাধ্য হয়েই আলোচনা অন্য রূপ নিল। এসব জায়গায় আষাঢ়ি তাল নারকেল গাছের গল্পে নিজেকে আমার অতিষ্ট মনে হয়। বিয়ে বাড়িতে লোকে কফি বা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যখন জাবর কাটে , তখন মনে হয় বলেই ফেলি খেয়ে দিয়ে বাড়ি গিয়ে ভিড় টা কমান তো দেখি । কিন্তু উপায় নেই। মুখে ভালোলাগার একটা ফ্যাকাসে হাসি এঁকে এ ঘর ও ঘর কিংবা এদিক ওদিক ঘাড় নেড়ে তামাক খাওয়া ।
সেজে রইলাম সেরকমই পুরো সন্ধ্যে । নয়না এই প্রথম আমায় ডাকলো। বুকটা ধরফর করে উঠলো। বিগত ১৫ বছরে এমন কখনো হয় নি আমার বুকে । এটাও কি প্রতিশোধের নেশা ? কে জানে ?
মেয়ে সান্নিধ্য আমার হয় নি তাই ব্যাপারটা বুঝে নেবার আগে , নয়নার পশে গিয়ে বসলাম । কাছে যেতেই সাবলীল ভাবে উঝ্য ভাষায় বলল " আমায় তাড়াতাড়ি ফিরতে হবে খেয়ে নিলে ভালো হয়।" রাগে মাথা টং করে বেজে উঠলো ব্রহ্ম তালু । অভদ্রের মত বিনা নিমন্ত্রণে খেতে বসা চরম অপমানের মনে হয়। তা আমি করি না। সেই জন্য সিলেক্টিভ জায়গা ছাড়া আমি অনুষ্ঠান বাড়ি এড়িয়ে চলি। সম্বোধন নয়না আমায় করে নি কোনো দিন আর আজ করলো না ।
কাজল পিসি যদিও আমায় কোনোদিন চোখের ইশারা পর্যন্ত করেনি। সংসারের টানা পোড়েন এ হয়ত এরা নিজেদের সাথে আপোষ করা শিখে নিয়েছে । আমি কিন্তু তাতে ক্লান্ত অনুভব করি না। নিজের রুচির সাথে লড়াই করে ১০ টার মধ্যে খাওয়ার পর্ব শেষ করলাম । আশীষ বিশেষ খুশি না হলেও নয়নার দিকে তাকিয়ে আমায় বিদায় দিতে বাধ্য হলো । সে হয়তো বুঝলো এমন মেয়ে কে নিয়ে আমায় অনেকটা পথ যেতে হবে । রাত ১১ টা বাজলো বেরোতে বেরোতে । এ ছাড়া কোনো উপায় ছিল না। অফিসের সব ষ্টাফ দের ভালো মন্দ বুঝে নেয়া দরকার ছিল , ইটা আমার দায়বদ্ধতা । নয়না কিন্তু পাশে থেকে অহেতুক বিরক্তি প্রকাশ করে যেতে লাগলো। আমি নিরাকার রইলাম। বিশেষ করে নয়নার সামনে আমার চুপ করে থাকা ছাড়া কিছু করার ছিল না।
যে ছেলেটির বিয়ে, সে সুধু ভালো ছেলে না আমার একান্ত , খুব কাছের।
" দাদা আপনি কখন আসলেন, ওরে বৃন্দ কফি নিয়ে আয়, আর পাকোড়ার প্লেট নিয়ে পাঠা এই দিকে।" আশীষ চেচিয়ে উঠলো। বউভাতের সব দায়িত্ব বরের , এমন মনে হলো আমার। আশীষ বিয়ে করেছে মিতালি কে। দুজনেই খুব সুখী একে অপরকে পেয়ে, চুটিয়ে প্রেম করেছে অফিস কামাই করে । দুজনের পরিবার দুজন কে মেনে নিয়েছে শিক্ষিত ভদ্র বলে। আমি অফিসের সবার থেকে একটু দুরে থাকতে চাইলাম। মনের আগুন ধিকি ধিকি করে নেচে যাচ্ছে আমার । আরো যদি বিব্রত করা যায় নয়না কে । একাই বসে রইলো নয়না এক কোনে ।
মাঝে মাঝে মনে গালি চালাবার সময় মনে হচ্ছিলো গাড়ির স্টিয়ারিং ধরে ঢুকিয়ে দি কোনো ট্রাকের নিচে। সংসার না থাকলে আমার যে কি হত কে জানে। ভাবতে ভাবতে ইস্তিয়াকের হাত আমার কাঁধে পড়ল " গুরু আপনার তো লটারি। আসার সময় কিছু হলো "। উত্তর দেওয়ার আগে লায়লা চলে আসলো আর বাধ্য হয়েই আলোচনা অন্য রূপ নিল। এসব জায়গায় আষাঢ়ি তাল নারকেল গাছের গল্পে নিজেকে আমার অতিষ্ট মনে হয়। বিয়ে বাড়িতে লোকে কফি বা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যখন জাবর কাটে , তখন মনে হয় বলেই ফেলি খেয়ে দিয়ে বাড়ি গিয়ে ভিড় টা কমান তো দেখি । কিন্তু উপায় নেই। মুখে ভালোলাগার একটা ফ্যাকাসে হাসি এঁকে এ ঘর ও ঘর কিংবা এদিক ওদিক ঘাড় নেড়ে তামাক খাওয়া ।
সেজে রইলাম সেরকমই পুরো সন্ধ্যে । নয়না এই প্রথম আমায় ডাকলো। বুকটা ধরফর করে উঠলো। বিগত ১৫ বছরে এমন কখনো হয় নি আমার বুকে । এটাও কি প্রতিশোধের নেশা ? কে জানে ?
মেয়ে সান্নিধ্য আমার হয় নি তাই ব্যাপারটা বুঝে নেবার আগে , নয়নার পশে গিয়ে বসলাম । কাছে যেতেই সাবলীল ভাবে উঝ্য ভাষায় বলল " আমায় তাড়াতাড়ি ফিরতে হবে খেয়ে নিলে ভালো হয়।" রাগে মাথা টং করে বেজে উঠলো ব্রহ্ম তালু । অভদ্রের মত বিনা নিমন্ত্রণে খেতে বসা চরম অপমানের মনে হয়। তা আমি করি না। সেই জন্য সিলেক্টিভ জায়গা ছাড়া আমি অনুষ্ঠান বাড়ি এড়িয়ে চলি। সম্বোধন নয়না আমায় করে নি কোনো দিন আর আজ করলো না ।
কাজল পিসি যদিও আমায় কোনোদিন চোখের ইশারা পর্যন্ত করেনি। সংসারের টানা পোড়েন এ হয়ত এরা নিজেদের সাথে আপোষ করা শিখে নিয়েছে । আমি কিন্তু তাতে ক্লান্ত অনুভব করি না। নিজের রুচির সাথে লড়াই করে ১০ টার মধ্যে খাওয়ার পর্ব শেষ করলাম । আশীষ বিশেষ খুশি না হলেও নয়নার দিকে তাকিয়ে আমায় বিদায় দিতে বাধ্য হলো । সে হয়তো বুঝলো এমন মেয়ে কে নিয়ে আমায় অনেকটা পথ যেতে হবে । রাত ১১ টা বাজলো বেরোতে বেরোতে । এ ছাড়া কোনো উপায় ছিল না। অফিসের সব ষ্টাফ দের ভালো মন্দ বুঝে নেয়া দরকার ছিল , ইটা আমার দায়বদ্ধতা । নয়না কিন্তু পাশে থেকে অহেতুক বিরক্তি প্রকাশ করে যেতে লাগলো। আমি নিরাকার রইলাম। বিশেষ করে নয়নার সামনে আমার চুপ করে থাকা ছাড়া কিছু করার ছিল না।