01-11-2021, 10:07 AM
মাস ছয়েক পরের ঘটনা । আমার সাথে নয়নার কাজ ছাড়া বিশেষ কোনো যোগাযোগ না থাকলেও এক স্টাফ এর বিয়েতে যেতে হলো আমাদের একই সাথে । জায়গা অনেক দূর প্রায় দুর্গাপুর-এর বেশ কাছে শহর নয় কিন্তু কসবা বলা যেতে পারে । এবং ফিরতে ফিরতে রাত ১২ টা তো বাজবেই। যেহেতু অনেক দূর তাই যে যার মত নিজের ফিরে আসবার ব্যবস্থা করে নিল , সাহায্য করলাম আমিও । ভাগ্যের পরিহাস এমন যে নয়নার যাবার ব্যবস্থা হলো আমার গাড়িতেই । যেহেতু আমার প্রিয় ষ্টাফ তাই চাইলেও না বলতে পারলো না । পরে পাওয়া লক্ষ্মী , নয়না এতো বোকা নয় যে এ সুযোগ ছেড়ে দেবে ।
সন্ধ্যে সাতটায় প্রায় ৭ বছর পর ওদের বাড়ির গলিতে গিয়ে পৌছালাম। কারোরই সে রাতের কথা মনে থাকার কথা নয় । যখন এই গলি থেকে আমায় গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল।কাজল পিসিকে তার পর দেখার সৌভাগ্য হয় নি আমার।
সে প্রায় অনেক বছর আগের কথা । যখন আমার ব্যারাকপুরে থাকতাম। তখন পিসির বিয়ে হয় নি আমার ১০ বছর বয়স । সেই থেকেই পরিচয় পিসির সাথে আমার । আমাদের কাছে পিঠে ঘর ভাড়া নিয়ে থাকত কাজল পিসির পরিবার । কাজল পিসি ছিলেন তেমনি সুন্দরী এখন যেমন নয়না । তার উপর বেশ স্নেহময়ী ছিলেন কাজল পিসি । ছোটবেলায় ওদের বাড়ি গেলে আমায় নারকেল নাড়ু , পিঠে , রঙিন বাতাসা এসব দিতেন । আমারও ভালো লাগত। পিসির বিয়ে হয় মেমরি তে আমি কলেজ পাস পরে বিশ্ববিদ্যালয়ে যাব তখন । ১৬- কি ১৭ হবে , তার পর এর ঘটনা তো সবারই জানা।
অফিস এর কাজ নিয়ে প্রথম মেমরি যাওয়া আর তার পর কাজল পিসি কে খুঁজে পাওয়া হটাৎ করে । যদি সেদিন পিসির জ্ঞান থাকত হয়ত এমনটা নাও হতে পারত। হয়ত নয়না আমায় ভুল বুঝত না। কিন্তু তার পর পিসিও তো আমার সাথে যোগাযোগ করে নি।এক বার জানার চেষ্টাও করে নি সত্যি কি? একথা অফিসের কেউ জানে না আর জানবার কথাও নয়। বড় রাস্তায় গাড়ি রেখে গলি দিয়ে ঢুকতেই ওদের ছোটো এক তলা বাড়ি দেখলাম । বাড়িটা ভালোই বানিয়েছে তারা ছোটোর মধ্যে সুন্দর করে । দেখলাম গেটেই নয়না দাড়িয়ে আছে।কাজল পিসি কেও দেখলাম। কেউ কিছু বললাম না । নিরবতায় যেন সন্মতি পেলাম নয়না কে নিয়ে যাবার।
আমার জীবনের সেই কালো দিনের সেই হাটা রাস্তায় হাটতে হাটতে, জিতে যাবার এক রোমাঞ্চকর অনুভূতি মনে জাগলো । একদিন এই রাস্তায় গলা ধাক্কা খেতে হয়েছিল যে মেয়ের জন্য , সেজে গুজে সে আমারই গাড়িতে আমার সাথে বিয়ে বাড়ি যাচ্ছে । নিঃশব্দে গাড়ি চালিয়ে যাচ্ছি। নয়না কে দেখতে উর্বশী মেনকার থেকে কিছু কম মনে হচ্ছে না। দক্ষিণের নায়িকা কাজল কে আমার বেশ পছন্দ। আকাশী শাড়ি আর স্লিভ লেস ব্লাউস , মাখনের মত পেটি উকি মারছে। পুরনো নায়িকাদের মত চুল বাঁধা , আর ফুরফুরে ফুলের গন্ধ মাখানো কোনো পারফিউম, বেশ ভালো লাগছিল আমার । পরস্ত্রী সঙ্গ আমার কোনো কালেই ছিল না , আর আমি এক নিষ্ঠাবান স্বামী, তাই নয়নাকে আর মনে বিশেষ স্থান দিতে কুন্ঠা হলো।
দুর্গাপুরে বিয়ের অনুষ্ঠানে যথা সময় পৌছে গেলাম আমরা দুজনেই ।
সন্ধ্যে সাতটায় প্রায় ৭ বছর পর ওদের বাড়ির গলিতে গিয়ে পৌছালাম। কারোরই সে রাতের কথা মনে থাকার কথা নয় । যখন এই গলি থেকে আমায় গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল।কাজল পিসিকে তার পর দেখার সৌভাগ্য হয় নি আমার।
সে প্রায় অনেক বছর আগের কথা । যখন আমার ব্যারাকপুরে থাকতাম। তখন পিসির বিয়ে হয় নি আমার ১০ বছর বয়স । সেই থেকেই পরিচয় পিসির সাথে আমার । আমাদের কাছে পিঠে ঘর ভাড়া নিয়ে থাকত কাজল পিসির পরিবার । কাজল পিসি ছিলেন তেমনি সুন্দরী এখন যেমন নয়না । তার উপর বেশ স্নেহময়ী ছিলেন কাজল পিসি । ছোটবেলায় ওদের বাড়ি গেলে আমায় নারকেল নাড়ু , পিঠে , রঙিন বাতাসা এসব দিতেন । আমারও ভালো লাগত। পিসির বিয়ে হয় মেমরি তে আমি কলেজ পাস পরে বিশ্ববিদ্যালয়ে যাব তখন । ১৬- কি ১৭ হবে , তার পর এর ঘটনা তো সবারই জানা।
অফিস এর কাজ নিয়ে প্রথম মেমরি যাওয়া আর তার পর কাজল পিসি কে খুঁজে পাওয়া হটাৎ করে । যদি সেদিন পিসির জ্ঞান থাকত হয়ত এমনটা নাও হতে পারত। হয়ত নয়না আমায় ভুল বুঝত না। কিন্তু তার পর পিসিও তো আমার সাথে যোগাযোগ করে নি।এক বার জানার চেষ্টাও করে নি সত্যি কি? একথা অফিসের কেউ জানে না আর জানবার কথাও নয়। বড় রাস্তায় গাড়ি রেখে গলি দিয়ে ঢুকতেই ওদের ছোটো এক তলা বাড়ি দেখলাম । বাড়িটা ভালোই বানিয়েছে তারা ছোটোর মধ্যে সুন্দর করে । দেখলাম গেটেই নয়না দাড়িয়ে আছে।কাজল পিসি কেও দেখলাম। কেউ কিছু বললাম না । নিরবতায় যেন সন্মতি পেলাম নয়না কে নিয়ে যাবার।
আমার জীবনের সেই কালো দিনের সেই হাটা রাস্তায় হাটতে হাটতে, জিতে যাবার এক রোমাঞ্চকর অনুভূতি মনে জাগলো । একদিন এই রাস্তায় গলা ধাক্কা খেতে হয়েছিল যে মেয়ের জন্য , সেজে গুজে সে আমারই গাড়িতে আমার সাথে বিয়ে বাড়ি যাচ্ছে । নিঃশব্দে গাড়ি চালিয়ে যাচ্ছি। নয়না কে দেখতে উর্বশী মেনকার থেকে কিছু কম মনে হচ্ছে না। দক্ষিণের নায়িকা কাজল কে আমার বেশ পছন্দ। আকাশী শাড়ি আর স্লিভ লেস ব্লাউস , মাখনের মত পেটি উকি মারছে। পুরনো নায়িকাদের মত চুল বাঁধা , আর ফুরফুরে ফুলের গন্ধ মাখানো কোনো পারফিউম, বেশ ভালো লাগছিল আমার । পরস্ত্রী সঙ্গ আমার কোনো কালেই ছিল না , আর আমি এক নিষ্ঠাবান স্বামী, তাই নয়নাকে আর মনে বিশেষ স্থান দিতে কুন্ঠা হলো।
দুর্গাপুরে বিয়ের অনুষ্ঠানে যথা সময় পৌছে গেলাম আমরা দুজনেই ।