27-04-2019, 12:23 AM
এ ধরণের ফ্যান্টাসী গল্পে নগ্নতা, যৌনতা, উম্মত্ততা থাকবে মানছি, কিন্তু মায়ের নিষ্ঠুরতা মানতে পারছি না, মানতে কষ্ট হচ্ছে মায়ের অবহেলা। আজকের (২৭.০৪.২০১৯) পোষ্টের আগের পোষ্টটিতে শুভ’র ঝড়ে ভয় পাওয়া আর তার মায়ের তাকে দুর দুর করে তাড়ানো আমার খুব কষ্ট লেগেছে, বিশ্বাস করুন সেই অংশটুকু পড়ে আমি কেদেছি অথচ এই সাইটে গল্প পড়ছি যৌন উত্তেজনার জন্য। আপনার হয়ত ধারণা হবে আমি পাগল, প্রথমে আমি নিজেকেও তাই মনে করেছি কিন্তু আপনার লেখা মন দিয়ে পড়ার কারণে শুভ’র মায়ের নিষ্ঠুরতা আমার চোখে পানি এসেছে। আপনি গুণী লেখক আপনার লেখার সমালোচনা করার দু:সাধ্য করিনা, ইচ্ছাও নেই, কারণ কষ্ট করে সময় বের করে আমাদের আনন্দের জন্য লেখেন। গল্পের সুন্দর শেষ হোক। ট্র্যাজিডি চাইনা। শুভ’রা মা’র কষ্ট বোঝে, বুঝবে, মায়ের সুখে হাসবে, মায়ের দু:খে কাঁদবে, আবার মা’কেই ভালোবাসবে, ভালো বেসে যাবে কারণ তার মা। সকল পাঠকগণের পক্ষগণের পক্ষ হতে আপনার জন্য শুভ কামনা। ভালো থাকবেন।