31-10-2021, 12:23 PM
২ (দ্বিতীয় পর্ব)
অর্ককে কল্পনার মাটি থেকে বাস্তবে নামিয়ে মিস মালবিকা রায় এগিয়ে যান নিজের চেয়ারে দিকে। অর্কও ঘোরটা কাটিয়ে যতটা সম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে...
“আসলে আপনাকে কখনো দেখিনি তো, তাই একটু...”
কথাটা শেষ করতে না দিয়েই মালবিকা নিজের চেয়ারে বসে বলেন
“সব অচেনা মানুষ দেখলেই বুঝি আপনি এরকম হারিয়ে যান? নাকি শুধু মহিলা?”
শেষ শব্দটায় একটু জোর দেয় মালবিকা। কিছু মহিলা আছে যাদের দিকে তাকাতে গেলেও অস্বস্তি হয়, মালবিকার ব্যক্তিত্ব সেই ব্যাতিক্রমী মহিলাদের মতই। তাই কথাটায় একটা অস্ফুট নীরব আহবানের ইঙ্গিত থাকলেও সেটা বোঝা অর্কর পক্ষে সম্ভব হয়ে ওঠে না। নারীদের নিয়ে অর্ক বাস্তবের চেয়ে বেশি কল্পনাতেই বেশি থেকেছে, তাই রক্ত মাংসে গড়া নারীর চোখ পড়ে নেবার মত মন এখনও তৈরি হয়নি অর্কর।
অর্ক বোঝে সে না চাইলেও মালবিকার শরীরের আনাচে কানাচে তার চোখের চলন দৃষ্টি এড়ায়নি মহিলার। মহিলারা সত্যি বোঝে কে তাদের দিকে কি ভাবে তাকায়, এটা অর্ক আগেও খেয়াল করেছে। তবে মালবিকা নিশ্চয়ই অভ্যস্ত এই ধরনের দৃষ্টিতে, এবং নিজের শরীর নিয়ে যথেষ্ট সচেতনও বটে। হাঁটার সময় তার পাছার দুলুনি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গের কারন হতেই পারে সেটা তিনি বোঝেন। শ্লেষটা হজম করতে করতে মালবিকার উল্টোদিকে রাখা সোফাটায় বসার আগে সে প্রথম বার দেখল কি অসাধারন ভঙ্গিমায় হাঁটেন মালবিকা, কি লাস্য! যেন কেউ কোথাও একটা ঘুঙ্গুর নিয়ে বসে তার হাঁটার সাথে তাল মেলাচ্ছে। উফফ! অর্ক কোনরকমে সামলায় নিজেকে।
“ আমি আপনার এত বড় ফ্যান, তাই স্ব শরীরে আপনাকে দেখে একটু ঘাবড়ে গেছিলাম, নাথিং এলস্*” ‘শরীর’ কথাটা বলার সময় অর্কর নিজের জিভটাই কেমন কথা শুনতে চাইলনা, চেষ্টা করেও যৌন আবেদনটা আটকাতে পারলনা।
সম্পুর্ন ঘরে কেমন একটা চাপা উত্তেজনা ঘুরপাক খাচ্ছিল, এবং দুজনের কাছেই সেটা যথেষ্ট স্পষ্ট, তাই স্বাভাবিক হওয়ার চেষ্টাটাও কোথাও একটু জোর করেই হচ্ছিল যেন।
“আপনার সি.ভি. টা আমি পড়েছি, যদিও সেটা এই চাকরির জন্য খুব ইমপর্টেন্ট একটা ব্যাপার নয়।” একটু থেমে মালবিকা বলে
“যদিও ইটস্* পারসোনাল, তবুও জিজ্ঞেস না করে পারছিনা। এত ভালো একটা চাকরি ছেড়ে দিলেন কেন?”
অর্ক হেসে উত্তর দেয় “ ভালো লাগছিল না ”
হেসে ওঠে মালবিকা, সেই হাসিতে যেন ঘরে একসাথে হাজারটা ঝাড়বাতি জ্বলে ওঠে, অর্কর মুগ্ধ হয়ে আবার কোথায় হারিয়ে যাবার আগেই মালবিকা বলে ওঠেন...
“আপনার যদি এই চাকরিও ভালো না লাগে?”
“ছেড়ে দেব!..... তবে আমার আগের চাকরির যে বস ছিল তার বয়স প্রায় উনষাট ছিল, এবং মুখটা ছিল কাতলা মাছের মত!... সেই যায়গায় যদি আপনার মত কেউ থাকত তাহলে ভালো না লাগাটা এত সহজে আসত না বোধহয়!” অর্ক ইচ্ছে করেই বলে কথাগুলো যাতে সেই হাসিটা আবার দেখতে পায়।
অর্কর অনুমানে জল না ঢেলেই খিল খিল করে হেসে ওঠেন মালবিকা। সেই ঝাড়বাতি গুলোয় ঘরটা আবার আলোকিত হয়ে ওঠে।
অর্কও অনেকটা স্বাভাবিক হয়েছে এখন। তার প্রিয় লেখিকার এমন মোহিনী রূপে তার সামনে ধরা দেবার ঘোরটা কিছুটা হলেও কাটিয়ে উঠেছে এখন। এখন একটা অদ্ভুত ভালোলাগা ঘিরে ধরেছে অর্ককে, যেই ভালোলাগাটা অচেনা অর্কর। ছোটবেলায় একদিন একটা অন্যায় করে খুব ভয়ে ভয়ে মায়ের কাছে গিয়ে “সরি” বলেছিল অর্ক, মা তখন কেতকী ফুলের গাছটায় জল দিতে দিতে ওকে জড়িয়ে ধরে বলেছিল “কিচ্ছু হবে না বেটা... তুমি কি জান আমি তোমায় খুব ভালোবাসি?” অর্কর যে তখন কি ভালো লেগেছিল। মনে মনে বলেছিল “আমিও তোমায় খুব ভালোবাসি মা” মুখে বলতে চাইলেও বলতে পারেনি। সেই ভালোলাগাটা অন্যরকম ছিল।
কিন্তু আজকে তার নিজের শহর মুম্বাই থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তার প্রিয় লেখিকা মিস মালবিকা রায়ের বাড়ির স্টাডিতে বসে এক অন্য ভালো লাগা ঘিরে ধরছে তাকে। এটা ঠিক কি সেটা নিজেকেই বোঝাতে পারেনা অর্ক। তবে সেটা যাই হোক খুব ভালো... খুবই ভালো...
মালবিকা হাসতে হাসতেই বলেন “ইউ আর সো ফানি অর্ক।”
অর্কপ্রভ সরকার থেকে অর্কতে আসতে খুব বেশি সময় লাগল না মালবিকার।
অর্ককে কল্পনার মাটি থেকে বাস্তবে নামিয়ে মিস মালবিকা রায় এগিয়ে যান নিজের চেয়ারে দিকে। অর্কও ঘোরটা কাটিয়ে যতটা সম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে...
“আসলে আপনাকে কখনো দেখিনি তো, তাই একটু...”
কথাটা শেষ করতে না দিয়েই মালবিকা নিজের চেয়ারে বসে বলেন
“সব অচেনা মানুষ দেখলেই বুঝি আপনি এরকম হারিয়ে যান? নাকি শুধু মহিলা?”
শেষ শব্দটায় একটু জোর দেয় মালবিকা। কিছু মহিলা আছে যাদের দিকে তাকাতে গেলেও অস্বস্তি হয়, মালবিকার ব্যক্তিত্ব সেই ব্যাতিক্রমী মহিলাদের মতই। তাই কথাটায় একটা অস্ফুট নীরব আহবানের ইঙ্গিত থাকলেও সেটা বোঝা অর্কর পক্ষে সম্ভব হয়ে ওঠে না। নারীদের নিয়ে অর্ক বাস্তবের চেয়ে বেশি কল্পনাতেই বেশি থেকেছে, তাই রক্ত মাংসে গড়া নারীর চোখ পড়ে নেবার মত মন এখনও তৈরি হয়নি অর্কর।
অর্ক বোঝে সে না চাইলেও মালবিকার শরীরের আনাচে কানাচে তার চোখের চলন দৃষ্টি এড়ায়নি মহিলার। মহিলারা সত্যি বোঝে কে তাদের দিকে কি ভাবে তাকায়, এটা অর্ক আগেও খেয়াল করেছে। তবে মালবিকা নিশ্চয়ই অভ্যস্ত এই ধরনের দৃষ্টিতে, এবং নিজের শরীর নিয়ে যথেষ্ট সচেতনও বটে। হাঁটার সময় তার পাছার দুলুনি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গের কারন হতেই পারে সেটা তিনি বোঝেন। শ্লেষটা হজম করতে করতে মালবিকার উল্টোদিকে রাখা সোফাটায় বসার আগে সে প্রথম বার দেখল কি অসাধারন ভঙ্গিমায় হাঁটেন মালবিকা, কি লাস্য! যেন কেউ কোথাও একটা ঘুঙ্গুর নিয়ে বসে তার হাঁটার সাথে তাল মেলাচ্ছে। উফফ! অর্ক কোনরকমে সামলায় নিজেকে।
“ আমি আপনার এত বড় ফ্যান, তাই স্ব শরীরে আপনাকে দেখে একটু ঘাবড়ে গেছিলাম, নাথিং এলস্*” ‘শরীর’ কথাটা বলার সময় অর্কর নিজের জিভটাই কেমন কথা শুনতে চাইলনা, চেষ্টা করেও যৌন আবেদনটা আটকাতে পারলনা।
সম্পুর্ন ঘরে কেমন একটা চাপা উত্তেজনা ঘুরপাক খাচ্ছিল, এবং দুজনের কাছেই সেটা যথেষ্ট স্পষ্ট, তাই স্বাভাবিক হওয়ার চেষ্টাটাও কোথাও একটু জোর করেই হচ্ছিল যেন।
“আপনার সি.ভি. টা আমি পড়েছি, যদিও সেটা এই চাকরির জন্য খুব ইমপর্টেন্ট একটা ব্যাপার নয়।” একটু থেমে মালবিকা বলে
“যদিও ইটস্* পারসোনাল, তবুও জিজ্ঞেস না করে পারছিনা। এত ভালো একটা চাকরি ছেড়ে দিলেন কেন?”
অর্ক হেসে উত্তর দেয় “ ভালো লাগছিল না ”
হেসে ওঠে মালবিকা, সেই হাসিতে যেন ঘরে একসাথে হাজারটা ঝাড়বাতি জ্বলে ওঠে, অর্কর মুগ্ধ হয়ে আবার কোথায় হারিয়ে যাবার আগেই মালবিকা বলে ওঠেন...
“আপনার যদি এই চাকরিও ভালো না লাগে?”
“ছেড়ে দেব!..... তবে আমার আগের চাকরির যে বস ছিল তার বয়স প্রায় উনষাট ছিল, এবং মুখটা ছিল কাতলা মাছের মত!... সেই যায়গায় যদি আপনার মত কেউ থাকত তাহলে ভালো না লাগাটা এত সহজে আসত না বোধহয়!” অর্ক ইচ্ছে করেই বলে কথাগুলো যাতে সেই হাসিটা আবার দেখতে পায়।
অর্কর অনুমানে জল না ঢেলেই খিল খিল করে হেসে ওঠেন মালবিকা। সেই ঝাড়বাতি গুলোয় ঘরটা আবার আলোকিত হয়ে ওঠে।
অর্কও অনেকটা স্বাভাবিক হয়েছে এখন। তার প্রিয় লেখিকার এমন মোহিনী রূপে তার সামনে ধরা দেবার ঘোরটা কিছুটা হলেও কাটিয়ে উঠেছে এখন। এখন একটা অদ্ভুত ভালোলাগা ঘিরে ধরেছে অর্ককে, যেই ভালোলাগাটা অচেনা অর্কর। ছোটবেলায় একদিন একটা অন্যায় করে খুব ভয়ে ভয়ে মায়ের কাছে গিয়ে “সরি” বলেছিল অর্ক, মা তখন কেতকী ফুলের গাছটায় জল দিতে দিতে ওকে জড়িয়ে ধরে বলেছিল “কিচ্ছু হবে না বেটা... তুমি কি জান আমি তোমায় খুব ভালোবাসি?” অর্কর যে তখন কি ভালো লেগেছিল। মনে মনে বলেছিল “আমিও তোমায় খুব ভালোবাসি মা” মুখে বলতে চাইলেও বলতে পারেনি। সেই ভালোলাগাটা অন্যরকম ছিল।
কিন্তু আজকে তার নিজের শহর মুম্বাই থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তার প্রিয় লেখিকা মিস মালবিকা রায়ের বাড়ির স্টাডিতে বসে এক অন্য ভালো লাগা ঘিরে ধরছে তাকে। এটা ঠিক কি সেটা নিজেকেই বোঝাতে পারেনা অর্ক। তবে সেটা যাই হোক খুব ভালো... খুবই ভালো...
মালবিকা হাসতে হাসতেই বলেন “ইউ আর সো ফানি অর্ক।”
অর্কপ্রভ সরকার থেকে অর্কতে আসতে খুব বেশি সময় লাগল না মালবিকার।